ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রী মলিনা বেগমকে (২৫) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল মণ্ডলকে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

রয়েল মণ্ডল ফরিদপুর সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মণ্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার এজাহার অনুযায়ী, ২ লাখ টাকা যৌতুক না পাওয়ায় ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে রয়েল মণ্ডল তার স্ত্রী মলিনা বেগমকে পিটিয়ে ও শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেন। 

মলিনা একই উপজেলার তাম্বুলখানা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। ঘটনার পরদিন মলিনার বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানিয়েছেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রয়েল মণ্ডলের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

ঢাকা/তামিম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শিল্পা শেঠিকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বলিউড অভিনেত্রী ও উদ্যোক্তা শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। গতকাল সোমবার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় শিল্পকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়াডটকম।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শিল্পার বাড়িতেই তদন্তকারী দল গিয়ে তাঁকে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁর সম্পূর্ণ বিবৃতি লিপিবদ্ধ করা হয়। একজন পুলিশ কর্মকর্তা ইন্ডিয়াডটকমকে জানান, অভিনেত্রী জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং তাঁর বিজ্ঞাপনী সংস্থার ব্যাংক হিসাব–সম্পর্কিত লেনদেনের বিস্তারিত তথ্য দিয়েছেন।

শিল্পা শেঠি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ