গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত
Published: 21st, September 2025 GMT
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় সুকেন বর (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। সুকেন বর একই উপজেলার মাহমুদপুর গ্রামের জীতেন বরের ছেলে।
আরো পড়ুন:
খুলনায় যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুর রহমান মুরাদ হোসেন জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন সুকেন বর। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুকেনকে বরকে চাপা দেয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সুকেন বরকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
ঢাকা/বাদল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত স ক ন বর
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজারে বড় পতনে সপ্তাহ শুরু
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২১ সেপ্টেম্বর) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৮.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৯.২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ২৩.০৭ পয়েন্ট কমে ২ হাজার ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৯টি কোম্পানির, কমেছে ৩০৭টির এবং অপরিবর্তিত আছে ৫০টির।
এদিন ডিএসইতে মোট ৬২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, সিএসইেত সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮১.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩৩৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩৮.৫৮ পয়েন্ট কমে ১৫ হাজার ১৯৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ১৩.০১ পয়েন্ট কমে ৯৫৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭১.৪৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৩৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩২টি কোম্পানির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত আছে ২১টির।
সিএসইতে ১৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি//