কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ আলাউদ্দিন (১৯) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দাউদকান্দি হাইওয়ে থানায় মামলা করেছে তাঁর পরিবার।

নিহত আলাউদ্দিন দাউদকান্দির সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার গ্রামে।

স্থানীয় লোকজন জানান, উল্টো পথে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান আলাউদ্দিনকে চাপা দেয়। পরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দিলরুবা শারমীন জানান, ছাত্রটির মাথায় গুরুতর আঘাত ছিল।

সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো.

শাহের উল্লাহ বলেন, ‘আলাউদ্দিন দাউদকান্দির লক্ষ্মীপুর গ্রামের অধ্যক্ষ আবদুর রহমানের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করত এবং সেখান থেকে মাদ্রাসায় যাতায়াত করত। তার মৃত্যুতে আমরা শোকাহত। শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন।’

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যানের রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে তাৎক্ষণিক ময়নামতি হাইওয়ে থানার পুলিশকে জানানো হয়। পরে ওই কাভার্ড ভ্যান ও চালক মো. আবদুর রহিমকে (২৯) আটক করা হয়েছে। চালকের বাড়ি চট্টগ্রামের জোরারগঞ্জ ইউনিয়নের হাফিজ গ্রামে। দুর্ঘটনার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টহল জোরদার করা হয়েছে। ওই ছাত্রের লাশ তাঁর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বেলা দুইটার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ উদক ন দ

এছাড়াও পড়ুন:

৫ দাবিতে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে ৮ দল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে  যমুনা অভিমুখে যাচ্ছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দলের নেতারা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকার পুরানা পল্টন মোড় থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় আট দ‌লের শীর্ষস্থানীয় নেতারা নেতৃত্ব দি‌চ্ছেন। এর আগে দলগু‌লো পল্টন‌ মো‌ড়ে পৃথক মি‌ছিল নি‌য়ে জ‌ড়ো হয়।

শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন জামায়াত নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন, খেলাফত মজ‌লি‌সের দুই অংশসহ অন‌্যদলগু‌লোর নেতাকর্মীরা আগ থে‌কেই পল্টন‌ মো‌ড়ে অবস্থান নেন।

পদযাত্রা শুরুর আগে পল্টন‌ মো‌ড়ে সংক্ষিপ্ত সমাবেশে দলগুলোর শীর্ষ নেতারা গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড তথা নির্বাচনি পরিবেশ তৈরিসহ নানা বিষয়ে জোরা‌লো বক্তব‌্য রা‌খেন।

দলগুলোর পাঁচ দফা দাবি হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আটটি দলের মধ্যে রয়েছে—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ