কানাডার অন্টারিও প্রদেশের একটি সিনেমা হলে অগ্নিসংযোগ ও গুলির পর ভারতীয় সিনেমার প্রদর্শনী বন্ধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ফলে ‘কানতারা: আ লিজেন্ড চ্যাপটার ১’সহ অন্যান্য ভারতীয় সিনেমার প্রদর্শনী স্থগিত রয়েছে। স্থানীয় কর্মকর্তারা মনে করেন, দক্ষিণ এশিয়ার সিনেমা প্রদর্শনের কারণেই হামলার ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
হল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশিয়ার সিনেমার প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য। প্রথম হামলার ঘটনা ঘটেছিল ২৫ সেপ্টেম্বর, যখন দুজন ব্যক্তি হলে আগুন ধরানোর চেষ্টা করেন।

সিনেমা হল কর্তৃপক্ষ সেই আগুন লাগানোর ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, তারা গ্যাস ক্যান ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছেন। অগ্নিকাণ্ড হলের বাইরের অংশেই সীমাবদ্ধ ছিল এবং এতে মাঝারি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

কানতারা: আ লিজেন্ড চ্যাপটার ১’ সিনেমার পোস্টার। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাবসিডিয়ারি কোম্পানিতে মূলধন দেবে ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সাবসিডিয়ারি কোম্পানি ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে ১২০ কোটি টাকার মূলধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ তার সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডকে মূলধন যোগানের অনুমোদন দিয়েছে। পরবর্তীতে, বাংলাদেশ ব্যাংক ১২০ কোটি টাকা মূলধন যোগানের অনুমোদন দিয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ