কানাডায় প্রেক্ষাগৃহে গুলি-অগ্নিসংযোগ: ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ
Published: 3rd, October 2025 GMT
কানাডার অন্টারিও প্রদেশের ওকভিল শহরের একটি সিনেমা হলে অগ্নিসংযোগ ও গুলি চালানোর পর ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ করে দিয়েছেন হল কর্তৃপক্ষ। সেখানে প্রদর্শিত হচ্ছিল—ঋষভ শেঠির ‘কানতারা টু’ ও পবন কল্যাণের ‘ওজি’ সিনেমা। অন্টারিও প্রদেশের থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছেন, দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রদর্শনের কারণে এ ঘটনা ঘটেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর দুজন ব্যক্তি লাল রঙের গ্যাস ক্যান ব্যবহার করে সিনেমা হলের প্রবেশপথে আগুন লাগান। আগুনে ভবনের বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে আগুন ভেতরে ছড়িয়ে পড়েনি।
আরো পড়ুন:
বক্স অফিসে ‘ওজি’ সিনেমার দাপট: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?
বিজয়ের বাড়িতে বোমা আতঙ্ক
সিসি টিভি ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে।
প্রেক্ষাগৃহটির মাইক্রোব্লগিং সাইট এক্সে বলা হয়েছে, ‘এবারই প্রথম নয় যে আমরা ভারতীয় সিনেমার প্রদর্শনের কারণে হুমকির মুখোমুখি হয়েছি। যদিও এই ধারাবাহিক সহিংসতা দুঃখজনক। নতুন করে হামলার ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে, তবে আমরা সবার জন্য নিরাপদ পরিবেশে সিনেমা উপভোগ প্রতিশ্রুতি দিচ্ছি। এসব ঘটনা সেই প্রতিশ্রুতি থেকে আমাদের সরাতে পারবে না।”
পুলিশ জানিয়েছে, এটা নিশ্চিত যে দুটি ঘটনাই সিনেমা হলকে লক্ষ্য করেই ঘটানো হয়েছে। তারা ঘটনাগুলোর তদন্ত করছে।
প্রথম ঘটনার এক অভিযুক্তকে শ্বেতাঙ্গ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। আর দ্বিতীয় ঘটনায় জড়িত ব্যক্তির গায়ের রং ‘ডার্ক’ বলা হয়েছে। পুলিশ উভয় সন্দেহভাজনের বর্ণনা জনসাধারণের সামনে প্রকাশ করেছে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
সাবসিডিয়ারি কোম্পানিতে মূলধন দেবে ব্যাংক এশিয়া
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সাবসিডিয়ারি কোম্পানি ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে ১২০ কোটি টাকার মূলধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ তার সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডকে মূলধন যোগানের অনুমোদন দিয়েছে। পরবর্তীতে, বাংলাদেশ ব্যাংক ১২০ কোটি টাকা মূলধন যোগানের অনুমোদন দিয়েছে।
ঢাকা/এনটি/ইভা