কৈশোরে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন; কিন্তু সে সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। প্রেমিকা তাঁকে ছেড়ে চলে যান। এ ব্যর্থতায় ভেঙে না পড়ে বানানো শুরু করেন ভিডিও। এ ভিডিও তাঁকে এনে দেয় জনপ্রিয়তা। বলছি নেত্রকোনা সদর উপজেলার কাঠমিস্ত্রি রিপন মিয়ার কথা। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তিনি এখন দেশের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।

‘বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত’—২০১৬ সালের একটি ভিডিও বদলে দেয় সবকিছু। সময়ের সঙ্গে তাঁর বানানো মজার মজার ভিডিও ফেসবুকে তাঁর পরিচিতি এনে দিতে থাকে। শুরুর দিনগুলো নিয়ে রিপন বলেন, ‘ছ্যাঁকা খেয়ে অনেকেই তো অনেক কিছু করে, অনেকে মরে যায়, নেশাপানি করে। আমি চিন্তা করলাম ভিডিও বানাই। যে চলে গেছে, চলে যাক। এই অনুপ্রেরণা নিয়েই শুরু। কষ্টের সময়টা ভুলতেই অনলাইনে আসা।’

রিপন মিয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আড়াল ভেঙে বিয়ের খবর দিলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

‘বড় ছেলে’খ্যাত নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান। গত কয়েক বছর ধরে খানিকটা আড়ালে রয়েছেন জনপ্রিয় এই পরিচালক। আড়াল ভেঙে বিয়ের খবর জানিয়ে চমকে দিলেন তার ভক্ত-অনুরাগীদের।

মঙ্গলবার (২ ডিসেম্বর) মিজানুর রহমান আরিয়ান তার ফেসবুক পেজে তার বিয়ের কিছু ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, লাল টুকটুকে শাড়িতে বউ সেজেছেন তার স্ত্রী। অন্যদিকে, পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি পরেছেন আরিয়ান।   

আরো পড়ুন:

মসজিদে বিয়ে, স্বামীর বয়স নিয়ে আলোচনা, মুখ খুললেন ফারিয়া

‘নয়ছয়’-এর নির্মাতা রাফায়েলকে বিয়ে করলেন অভিনেত্রী মম

এসব ছবির ক্যাপশনে মিজানুর রহমান আরিয়ান লেখেন, “যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।” এ ক্যাপশনে বিয়ে নিয়ে বিস্তারিত কিছু না জানানোর কারণে অনেক নেটিজেন দ্বন্দ্বেও পড়েছেন। পরে অবশ্য গণমাধ্যমে বিয়ের তথ্য নিশ্চিত করেছেন। 

আরিয়ানের স্ত্রীর নাম তাহসিন তামান্না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিয়ে করেন আরিয়ান-তামান্না। এ বিষয়ে মিজানুর রহমান আরিয়ান বলেন, “তাহসিনের সঙ্গে আমার ৭ বছরের পরিচয়। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করব।” 

‘বড় ছেলে’ টেলিফিল্মের মাধ্যমে পরিচালক হিসেবে খ্যাতি কুড়ান মিজানুর রহমান আরিয়ান। তাছাড়াও ‘যুগল’, ‘উনিশ ২০’, ‘পুনর্মিলনে’ এর মতো অনেক জনপ্রিয় নাটকও নির্মাণ করেছেন তিনি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘নেটওয়ার্কের বাইরে’। এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ