আবারো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বিরতির পর আগামীকাল রবিবার (৫ অক্টোবর) রাজধানীতে শুরু হচ্ছে তার নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
বেশ কিছুদিন ধরেই সিনেমাটি নিয়ে গুঞ্জন চলছিল। তবে শুটিং শুরুর আগে অবশেষে মুখ খুললেন নির্মাতা। তিনি জানান, দেশপ্রেমকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সোলজার’। এর মাধ্যমে তিনি নতুন বাংলাদেশ ও সমকালীন মানুষের ভাবনা, জীবনবোধ ও আশা-আকাঙ্ক্ষা বড় পর্দায় তুলে ধরতে চান।
শাকিব খানকে কিভাবে উপস্থাপন করবেন, সে বিষয়ে ফাহাদ বলেন, “গত কয়েক বছরে দর্শক শাকিব ভাইকে যেভাবে দেখেছেন, ‘সোলজার’-এ তার চেয়ে আলাদা এক চরিত্রে তাকে পাওয়া যাবে। আমরা চাই, তিনি যেন সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন। দেশের মানুষের অনুভূতি ও স্বপ্নগুলো সবচেয়ে জনপ্রিয় নায়কের মাধ্যমে প্রকাশ পেলে দর্শকের সঙ্গে সহজেই সংযোগ তৈরি হবে।”
গল্পে ড্রামা, রোমান্স ও অ্যাকশনের মিশ্রণ থাকবে বলে জানিয়েছেন পরিচালক। তার ভাষায়, “চরিত্র ও পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োজন, আমরা সব রাখব। দর্শক এখানে বৈচিত্র্য খুঁজে পাবেন।”
লাফিং এলিফেন্ট প্রযোজিত ছবিটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। এছাড়া অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী, রাকিন আবসারসহ আরও অনেকে। সব কিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরে মুক্তি পাবে ‘সোলজার’।
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শ্বশুরবাড়িতে যুবককে ‘গলা কেটে হত্যাচেষ্টা’, পাশের ঘরে খোঁড়া হয়েছিল গর্ত
ফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়িতে ঘুমের ওষুধ খাইয়ে এক ব্যক্তিকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার মুন্সি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী লাবণী আক্তারকে (২৮) আটক করেছে পুলিশ। ঘটনার পর তাঁর শাশুড়ি শহিদা বেগম (৪৯) ও দাদিশাশুড়ি জনকী বেগম (৬২) পলাতক।
ভুক্তভোগী ওই ব্যক্তির নাম ফরহাদ ব্যাপারী ওরফে ঠান্ডু (৩৫)। তিনি সদরপুর উপজেলার ছলেনামা এলাকার ব্যাপারীডাঙ্গী গ্রামের বাসিন্দা। ঢাকায় তাঁর একটি ওয়ার্কশপের ব্যবসা রয়েছে। ভাষানচর ইউনিয়নের মুন্সি গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মেয়ে লাবণী আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরহাদ ব্যাপারীকে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। তিনি ঘুমিয়ে পড়লে রাত দেড়টার দিকে স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে কাস্তে দিয়ে গলা কাটার চেষ্টা করেন। হত্যাচেষ্টার আগে পাশের ঘরের বারান্দায় গর্ত খুঁড়ে রাখা হয়েছিল। এ সময় ফরহাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করেন। এর আগেই ওই তিন নারী পালিয়ে যান। এলাকাবাসী আহত ফরহাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং সদরপুর থানায় খবর দেন।
ফরহাদ ব্যাপারীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জমি কেনার জন্য ফরহাদ তাঁর স্ত্রী ও শাশুড়িকে ১১ লাখ টাকা দিয়েছিলেন। তাঁরা জমি না কিনে টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনার জেরেই হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আজ শনিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়। তিনি প্রথম আলোকে বলেন, এই হত্যাচেষ্টা পূর্বপরিকল্পিত। টাকা আত্মসাতের উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফরহাদের স্ত্রী লাবণীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।