অভিনয় ছেড়ে চাকরির খোঁজে হাসান মাসুদ
Published: 4th, October 2025 GMT
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। একসময় সিনেমাতেও অভিনয় করেছেন। তবে হঠাৎ করেই তিনি আড়ালে চলে যান। বর্তমানে আর পর্দায় সেভাবে দেখা যায় না তাকে।
সম্প্রতি হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এলেও এবার নতুন কারণে খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেতা। জানালেন, অভিনয়ে ফেরার ইচ্ছা নেই; এখন তিনি চাকরি খুঁজছেন।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, “আমি এখন একটা জব খুঁজছি। যে ক্ষেত্রেই হোক না কেন— সাংবাদিকতা, প্রশাসন কিংবা অন্যকিছু। একটা সুযোগ পেলেই চাকরিতে ঢুকে যাব। অভিনয় থেকে একেবারেই হারিয়ে যাব।”
সাংবাদিকতা থেকে অভিনয়ে আসা এই অভিনেতা পুরনো পেশায় ফেরার সম্ভাবনার কথাও জানান। তার ভাষায়, “সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে। তবে সেটা নির্ভর করছে ভালো অফার পাওয়ার ওপর।”
দর্শকদের উদ্দেশেও একটি বার্তা দিয়েছেন হাসান মাসুদ। তিনি বলেন, “দর্শকদের কাছে আমার অনুরোধ— সবসময় সৎ থাকবেন, সত্য কথা বলবেন। এখন একটা প্রবণতা খুব বেড়েছে, তা হলো পরকীয়া। আমি চাই আপনারা এ ব্যাপার থেকে বিরত থাকবেন। তাহলেই জীবন অনেক ভালো কাটবে।”
১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন হাসান মাসুদ। সাত বছর পর ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গে কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। পরে ‘মেড ইন বাংলাদেশ’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।
টেলিভিশন নাটকেও রেখেছেন তার শক্ত অবস্থান। ‘হাউস ফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্রাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’ ইত্যাদি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
রাহাত//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আড়াল ভেঙে বিয়ের খবর দিলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান
‘বড় ছেলে’খ্যাত নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান। গত কয়েক বছর ধরে খানিকটা আড়ালে রয়েছেন জনপ্রিয় এই পরিচালক। আড়াল ভেঙে বিয়ের খবর জানিয়ে চমকে দিলেন তার ভক্ত-অনুরাগীদের।
মঙ্গলবার (২ ডিসেম্বর) মিজানুর রহমান আরিয়ান তার ফেসবুক পেজে তার বিয়ের কিছু ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, লাল টুকটুকে শাড়িতে বউ সেজেছেন তার স্ত্রী। অন্যদিকে, পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি পরেছেন আরিয়ান।
আরো পড়ুন:
মসজিদে বিয়ে, স্বামীর বয়স নিয়ে আলোচনা, মুখ খুললেন ফারিয়া
‘নয়ছয়’-এর নির্মাতা রাফায়েলকে বিয়ে করলেন অভিনেত্রী মম
এসব ছবির ক্যাপশনে মিজানুর রহমান আরিয়ান লেখেন, “যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।” এ ক্যাপশনে বিয়ে নিয়ে বিস্তারিত কিছু না জানানোর কারণে অনেক নেটিজেন দ্বন্দ্বেও পড়েছেন। পরে অবশ্য গণমাধ্যমে বিয়ের তথ্য নিশ্চিত করেছেন।
আরিয়ানের স্ত্রীর নাম তাহসিন তামান্না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিয়ে করেন আরিয়ান-তামান্না। এ বিষয়ে মিজানুর রহমান আরিয়ান বলেন, “তাহসিনের সঙ্গে আমার ৭ বছরের পরিচয়। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করব।”
‘বড় ছেলে’ টেলিফিল্মের মাধ্যমে পরিচালক হিসেবে খ্যাতি কুড়ান মিজানুর রহমান আরিয়ান। তাছাড়াও ‘যুগল’, ‘উনিশ ২০’, ‘পুনর্মিলনে’ এর মতো অনেক জনপ্রিয় নাটকও নির্মাণ করেছেন তিনি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘নেটওয়ার্কের বাইরে’। এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
ঢাকা/শান্ত