আ.লীগ নেতার জামিন, শেরপুরে আদালত ও ডিসি কার্যালয়ের ফটকে বিক্ষোভ
Published: 6th, October 2025 GMT
আওয়ামী লীগের শেরপুরে জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের জামিন ইস্যুতে জেলা জজ ও পাবলিক প্রসিকিউটরকে অপসারণসহ সাত দাবিতে আন্দোলনে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।
সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে তারা শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। জেলা প্রশাসক আন্দোলনকারীদের দাবি সমূূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা সেখান থেকে চলে যান।
আরো পড়ুন:
টাঙ্গাইলে তৃতীয় দিনের মতো চলছে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
চাঁপাইনবাবগঞ্জে ৫ দিন ধরে বন্ধ টিকাসেবা
গত বছরের ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন চন্দন কুমার পাল। তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা হয়। পরে ভারতে পালানোর সময় গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্তে আটক হন তিনি। এরপর থেকে তিনি শেরপুর জেলা কারাগারে ছিলেন।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পেলেও বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ফের গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৯ সেপ্টেম্বর শেরপুর আদালত থেকে জামিন পান চন্দন কুমার পাল।
আন্দোলনকারীরা বলেন, চন্দন পালের জামিন শুনানিতে বিএনপির হেভিওয়েট আইনজীবীরা উপস্থিত থেকে তার পক্ষে আদালতে কথা বলেছেন।
এদিকে, বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি আন্দোলনকারীদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি তাদের দাবিগুলো লিখিতভাবে দেওয়ার কথা বলেন। জেলা প্রশাসক দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে দ্রুত সময়ের মধ্যে পৌঁছানোরও আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা চলে যান।
ঢাকা/তারিকুল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের সঙ্গে বিরোধের পর কংগ্রেস ছাড়ছেন ঘনিষ্ঠ মিত্র গ্রিন
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য মারজোরি টেলর গ্রিন পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার কয়েক দিনের মাথায় উচ্চপদস্থ এ রিপাবলিকান নেত্রী অপ্রত্যাশিতভাবে এমন ঘোষণা দিলেন।
মার্কিন রাজনীতিতে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন (এমএজিএ) প্রচারণার অন্যতম মুখ ছিলেন গ্রিন। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি পদত্যাগের এ ঘোষণা দেন। বার্তায় গ্রিন বলেছেন, তিনি আগামী বছরের ৫ জানুয়ারি কংগ্রেস থেকে সরে যাবেন।
রিপাবলিকান নেত্রী গ্রিন কংগ্রেসে ট্রাম্পের কট্টর সমর্থক ছিলেন। তবে তিনি কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের মামলা–সংক্রান্ত নথিগুলো প্রকাশের জন্য অনবরত দাবি জানাতে থাকলে ট্রাম্পের সঙ্গে তাঁর প্রকাশ্য বিরোধ তৈরি হয়। এরপর থেকে ট্রাম্প তাঁর ঘনিষ্ঠ সহযোগী গ্রিনকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলে আখ্যায়িত করে আসছেন।
ভিডিওতে গ্রিন বলেন, ‘আমি চুপচাপ সবকিছু সহ্য করে যাওয়া মানুষের দলে নেই; যাঁরা আশা করেন সবকিছু নিজে নিজে ঠিক হয়ে যাবে।’
আরও পড়ুন‘দারুণ লোক’ থেকে ‘প্রতারক’—ট্রাম্প-এপস্টেইন সম্পর্কের উত্থান-পতন কীভাবে২৩ জুলাই ২০২৫ট্রাম্প হুমকি দিয়েছিলেন তিনি গ্রিনকে কংগ্রেস থেকে সরাতে তাঁর বিরুদ্ধে একজন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে সমর্থন দেবেন। গ্রিন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এটিকে ‘দেশের জন্য চমৎকার খবর’ হিসেবে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রে এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশের জন্য সরব হওয়া ব্যক্তিদের একজন গ্রিন। এটি এমন একটি ইস্যু, যা একসময় ট্রাম্প ও তাঁর সমর্থকদের এক করেছিল। অথচ এখন ইস্যুটি বিভাজনের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রিপাবলিকান নেত্রী গ্রিন কংগ্রেসে ট্রাম্পের কট্টর সমর্থক ছিলেন। তবে তিনি কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের মামলা–সংক্রান্ত নথিগুলো প্রকাশ করার জন্য অনবরত দাবি জানাতে থাকলে ট্রাম্পের সঙ্গে তাঁর প্রকাশ্য বিরোধ তৈরি হয়। এরপর থেকে ট্রাম্প তাঁর এ ঘনিষ্ঠ সহযোগীকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলে আখ্যায়িত করে আসছেন।ট্রাম্প কয়েক মাস ধরে দাবি করে আসছেন যে এপস্টেইন–সংক্রান্ত ইস্যুটি তাঁর রাজনৈতিক বিরোধীদের তৈরি করা একটি বিভ্রান্তি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁর প্রশাসনের অর্জনগুলোর দিক থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে এমনটা করা হচ্ছে।
গ্রিন তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, ‘১৪ বছর বয়সে ধর্ষণের শিকার, পাচার হওয়া ও ধনী ক্ষমতাশালী মানুষের হাতে নিগৃহীত মার্কিন নারীদের পক্ষে সোচ্চার হওয়ার কারণে আমাকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দেওয়াটা উচিত নয়। যে মার্কিন প্রেসিডেন্টের পক্ষে আমি লড়ে গেলাম, তাঁরই হুমকির মুখে পড়াটা ঠিক নয়।’
ডোনাল্ড ট্রাম্প ও মারজোরি টেলর গ্রিন