ইয়ামাল কি এল ক্লাসিকোয় খেলতে পারবেন, কী বললেন বার্সা কোচ
Published: 6th, October 2025 GMT
এ মাসে আন্তর্জাতিক বিরতির আগে গতকাল রাতে নিজেদের শেষ ম্যাচ খেলেছে বার্সেলোনা। সেভিয়ার মাঠে ম্যাচটিতে চোটের কারণে খেলতে পারেননি লামিনে ইয়ামাল। তাঁকে ছাড়া সেভিয়ার কাছে ৪–১ গোলে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা ইয়ামালকে নিয়ে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের দুশ্চিন্তা আন্তর্জাতিক বিরতির পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ নিয়েও।
২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল–বার্সা। স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াইয়ে ইয়ামালকে পাওয়া যাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না বার্সা কোচ। তুমুল প্রতিভাবান এই উইঙ্গারের বর্তমান শারীরিক পরিস্থিতি বোঝাতে ফ্লিক শুধু দুটি শব্দ খরচ করেছেন, ‘ভালো নয়।’
গত সেপ্টেম্বরে স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে খেলতে ইয়ামালকে ব্যথানাশক নিতে হয়েছিল। এর ফলে তাঁর কুঁচকির (মানবদেহের ধড় ও ঊরুর মধ্যবর্তী সংযোগস্থল) পুরোনো সমস্যা ফিরে আসে। এরপর তিনি বার্সেলোনার হয়ে ভ্যালেন্সিয়া, হেতাফে ও রিয়াল ওভিয়েদোর বিপক্ষে লা লিগা এবং নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে খেলতে পারেননি।
কিছুটা সেরে ওঠার পর গত বুধবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন ইয়ামাল। তবে মাঠ ছাড়ার সময় তাঁকে খোঁড়াতে দেখা যায়। এরপর ক্লাব কর্তৃপক্ষ জানায়, ইয়ামালের কুঁচকির চোট আরও বেড়েছে। পুরোপুরি সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ লাগতে পারে।
এই সময়সীমা অনুযায়ী ২৬ অক্টোবর এল ক্লাসিকোয় ইয়ামালের খেলতে পারার কথা। কিন্তু ফ্লিক জোর গলায় সেটা বলতে পারেননি, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। অবস্থা ভালো নয়। দুই, তিন বা চার সপ্তাহের মধ্যে সে খেলতে পারবে কি না, এখনই বলা সম্ভব নয়। আমাদের অপেক্ষা করতে হবে। ওর ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে। আপাতত সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থেকেই অনুশীলন করছে। আগামী কয়েক সপ্তাহ সেখানেই কাটাবে।’
কিন্তু ফ্লিক বললেই কি আর জাতীয় দল শুনবে? ১১ ও ১৪ অক্টোবর জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির জন্যও যে ইয়ামালকে স্কোয়াডে রেখেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। এ নিয়ে ফ্লিক ও ফুয়েন্তের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছে গেছে।
ফ্লিক সম্প্রতি অভিযোগ করেন, ইয়ামালকে সুস্থ রাখতে ব্যর্থ হয়েছে স্পেন। তাঁর দাবি, পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলাতেই ইয়ামালের কুঁচকিতে ব্যথা বেড়েছে। কিন্তু ফ্লিকের অভিযোগ উড়িয়ে দেন ফুয়েন্তে। তবে তিনি স্বীকার করেন, ইয়ামাল সেপ্টেম্বরের ম্যাচ দুটিতে শতভাগ ফিট ছিলেন না।
ফুয়েন্তের কথার জবাবে সাংবাদিকেরা ফ্লিকের প্রতিক্রিয়া জানতে চান। এবার ফ্লিক বেশ ঠান্ডা মাথায় বলেছেন, ‘অনেক কিছু ঘটেছে। এ নিয়ে আমার আর কোনো অভিমত নেই। ব্যাপারটা আমি অন্যদিক থেকেও (জাতীয় দলের কোচ হিসেবে) বুঝতে পারছি। এটা আমার জন্য সহজ নয়, ফুয়েন্তের জন্যও সহজ নয়। তবে আমি আমার খেলোয়াড়কে রক্ষা করতে চাই, তাকে সমর্থন করতে চাই। এ কারণেই আমি কিছুটা জোর গলায় বলেছি। এ নিয়ে অনুতপ্ত নই।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ত য় দল
এছাড়াও পড়ুন:
প্রাক্তন প্রেমিকা দীপিকায় বুঁদ রণবীর কাপুর (ভিডিও)
এক সময় চুটিয়ে প্রেম করেছেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। যদিও সময় তাদের আলাদা করে দিয়েছে। প্রাক্তন এই প্রেমিক যুগলকে একসঙ্গে দেখা গেল এয়ারপোর্টে। আর সেই মুহূর্তের ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিশেষ করে ভিডিওটির একটি মুহূর্ত নেটিজেনদের মন কেড়েছে।
ভিডিওতে দেখা যায়, দীপিকা ও রণবীর তাদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। বরাবরের মতো দীপিকা আত্মবিশ্বাসী ভঙ্গিতে সামনের দিকে হেঁটে যাচ্ছেন। আর তার পেছনে হাঁটছেন মুগ্ধ রণবীর। এ অভিনেতার ড্রাইভার তার গাড়ির দরজা খুলে দিলেও দীপিকার পেছনে হাঁটতে থাকেন রণবীর। এমনকি নিজের গাড়ি পেরিয়ে চলে যান। অন্যদিকে, দীপিকা নিজের গাড়িতে উঠতে যাচ্ছেন, তখন রণবীর হঠাৎ থমকে যান এবং বুঝতে পারেন নিজের ভুল। এরপর ঘুরে দাঁড়িয়ে হেসে ফেলেন এই অভিনেতা। আর এই মুহূর্তটিই ভক্তদের হৃদয় ছুঁয়েছে।
আরো পড়ুন:
১২০ ক্রু সদস্য হাসপাতালে: রণবীরের সিনেমার শুটিং বন্ধ
নগ্নতা, অমিতাভ-রণবীরের কড়া সমালোচনায় বিতর্কিত আধ্যাত্মিক গুরু
ভিডিওটি দেখে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। রত্না নামে একজন লেখেন, “দীপিকাকে দেখার পর রণবীর বাউলা হয়ে গিয়েছেন।” সংস্কৃতি লেখেন, “তার (রণবীর) মস্তিষ্ক তার (দীপিকা) চারপাশে ঘুরছে।” দেবী লেখেন, “আমি হাসি থামাতে পারছি না।” আফিয়া ইফতেকার লেখেন, “এটা দীপিকার প্রভাব।” জেনিল লেখেন, “রণবীর এখনো দীপিকাকে ভালোবাসেন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
রণবীর কাপুর ২০১৮ সালে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২৩ সালের ৬ নভেম্বর কন্যাসন্তান জন্ম দেন আলিয়া।
রণবীরের কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকার জীবনে আসে রণবীর সিং। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেটে একে অপরের কাছে আসেন এই জুটি। এরপরে বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। যদিও তারা শুরুতে সম্পর্কের কথা অস্বীকার করেন। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি। গত বছরের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তান জন্ম দেন দীপিকা পাড়ুকোন।
ঢাকা/শান্ত