Risingbd:
2025-10-06@14:27:11 GMT

‘এটা আমাদেরই গল্প’

Published: 6th, October 2025 GMT

‘এটা আমাদেরই গল্প’

পারিবারিক আবেগকে কেন্দ্র করে নতুন টিভি সিরিজ আনছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের এই সিরিজটির শুটিং শুরু করেছেন। খুব শিগগির চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে এটি। 

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উত্তরায় সিরিজটির শুটিং সেটে নির্মাতা ও শিল্পীরা জানান, প্রচারে আসার পর তাদের লক্ষ্য ‘গ্লোবাল অডিয়েন্স’-কে সংযুক্ত করা। 

আরো পড়ুন:

জয়ের খোলা চিঠি: শিল্পীদের সর্বজনীন করুন

কক্সবাজারের পানিতে নামলেই শরীর চুলকায়: নায়লা নাঈম

নির্মাতা রাজ বলেন, “একটি পরিবারে যা যা থাকে ও যা যা ঘটে সেসবই তুলে ধরার চেষ্টা করছি এতে। একটি পরিবারে যত সম্পর্ক থাকে, আমাদের সিরিজে সবকিছুই আছে। আমার বিশ্বাস, এসবের সঙ্গে প্রত্যেক দর্শক নিজেকে সম্পৃক্ত করতে পারবেন। সেই সঙ্গে থাকছে রোমান্স, সাসপেন্স।” 

নির্মাতা রাজের বানানো ‘মাইক’, ‘গ্র্যাজুয়েট’, ‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিয়ালগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি বলেন, “আমাদের দেশের দর্শকরা ইদানীং কোরিয়ান, তুর্কি ও পাকিস্তানি সিরিজ বেশি দেখেন। এত বিপুলসংখ্যক দর্শক কেন তাদের সিরিয়াল দেখে ভাবতাম। আমাদের সিরিজও যেন গ্লোবাল অডিয়েন্সকে সংযুক্ত করতে পারে, সেই লক্ষ্য নিয়েই নতুন কাজটি করছি। সত্যি বলতে, আমাদের এখানে সিরিজ যথাযথভাবে বানাতে যে বাজেট লাগে, যেসব চরিত্র দরকার হয়, সেগুলো থাকে না বলেই দর্শকরা সিরিজ-বিমুখ থাকেন। আশা করছি, এই সিরিজের মাধ্যমে সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে।” 

দর্শকদের একঘেঁয়ে লাগার সুযোগ নেই উল্লেখ করে রাজ বলেন, “দর্শক একটি পর্ব দেখলে পরের পর্বের জন্য অপেক্ষা করবেন।” 

এ সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী মনিরা মিঠু। তিনি বলেন, “অনেক অর্থবিত্তের মালিক হলেও যার পরিবার নেই, তার আসলে কিছুই নেই! রাজ অনেক কঠোর পরিশ্রম করে, মেধা দিয়ে এই সিরিজ বানাচ্ছেন। আমরা সবাই সকাল থেকে প্রতিদিন চেষ্টা করছি যেন একটি ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারি। এতে বিভিন্ন প্রজন্মের শিল্পীরা একত্রে কাজ করছেন।” 

অভিনেতা নাদের চৌধুরীর দৃষ্টিতে, “রাজ অনেক ধীরস্থির নির্মাতা। সে তার কাজ দিয়ে দর্শকদের মন আগেই জয় করেছে। ‘এটা আমাদেরই গল্প’ এমন একটি সিরিজ হতে যাচ্ছে, যেটা দর্শকদের আবেগপ্রবণ করবে ও বিনোদিত করবে। আমরা মনে করি, দর্শকরা এই সিরিজ দেখে কোনোভাবেই হতাশ হবেন না।” 

আরেক অভিনেত্রী দীপা খন্দকার বলেন, “পরিবার ভাঙতে ভাঙতে আমরা পরিবারের মূল্যটাই ভুলে যাচ্ছিলাম! পর্দায় আমরা যা দেখি, সেসবের অনেক কিছুই কিন্তু মানুষের ওপর প্রভাব ফেলে। সেদিক থেকে পারিবারিক গল্পের কাজ যে হয় না সেই ধারণাকে ভুল প্রমাণ করবে এই সিরিজ।” 

সংবাদমাধ্যমে ইন্তেখাব দিনার, কেয়া পায়েল ও খায়রুল বাসার আশাবাদ ব্যক্ত করে বলেন, “সিরিজটির মাধ্যমে দর্শকদের মাঝে পারিবারিক মূল্যবোধ বাড়তে পারে।” 

‘এটা আমাদেরই গল্প’ নাটকে তিনটি গান থাকছে। মাহমুদ মানজুরের কথায় টাইটেল গানটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। পৃথকভাবে আরো দুটি গান তৈরি করেছেন শাহরিয়ার মার্সেল ও প্রত্যয় খান। এর মধ্যে একটি লিখেছেন লুৎফর হাসান, অন্যটি সিয়াম সরকারের লেখা। তিনটি গানই গল্পের প্রয়োজনে বানানো হয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক এই স র জ পর ব র আম দ র ক ত কর

এছাড়াও পড়ুন:

ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ঝালকাঠিতে বাসচাপায় তোফাজ্জেল হোসেন (৫৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বিকেলে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল হোসেন সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আরো পড়ুন:

বাসচাপায় পথচারী নিহত, প্রতিবাদে চালক-হেলপারকে গণপিটুনি

নাটোরে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক তোফাজ্জেল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম বলেন, ‘‘বাসচাপায় এক স্কুলশিক্ষক মারা গেছেন। দুর্ঘটনাকবলিত বাসস ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ