রাজধানীর লালবাগ এলাকায় রাস্তা দখল করে দোকান বসানো এবং মিটফোর্ড হাসপাতালে চুরির ঘটনায় সাতজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় প্রত্যেককে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। লালবাগ থানা সূত্রে জানা যায়, লালবাগ এলাকায় রাস্তার ওপর দীর্ঘদিন ধরে সবজি, মাছ ও মুরগির দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের একাধিকবার নির্দেশনা ও জরিমানা সত্ত্বেও তাঁরা বারবার একই স্থানে দোকান বসিয়ে আসছিলেন।

অন্যদিকে একই আদালতে কোতোয়ালি থানা–পুলিশের করা পৃথক মামলায় মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে সাড়ে চার হাজার টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মিটফোর্ড হাসপাতালে চুরির ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাঁকে সাজা দেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত: বিক্রম মিশ্রি

বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত। সোমবার দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ কথা বলেছেন।

ভারতের পররাষ্ট্রসচিব আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে ভারত প্রস্তুত রয়েছে।

নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত সফররত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের (ডিক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করার সময় বিক্রম মিশ্রি এ কথা বলেন।

এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা ছাড়াও ডিক্যাবের সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঅন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই: বিক্রম মিশ্রি১২ ডিসেম্বর ২০২৪

প্রায় ঘণ্টাব্যাপী আলাপচারিতায় ভারতের পররাষ্ট্রসচিব দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়, সীমান্ত ইস্যু, পানিবণ্টনের বিষয়াবলি এবং বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নানা প্রশ্নের জবাব দেন।

এ সময় ভারতের পররাষ্ট্রসচিব বলেন, যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই কিছু মতপার্থক্য বা ইস্যু থাকাটা স্বাভাবিক।

আরও পড়ুনসামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি১২ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ