ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ
Published: 7th, October 2025 GMT
নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড নারী দল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। ফলে ব্যাটিং করতে নেমেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
দুই দলই এসেছে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটে জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। সেই দুই বিজয়ী দলের মুখোমুখি লড়াই ঘিরে তাই আগ্রহ তুঙ্গে।
আরো পড়ুন:
মিলেমিশে ক্রিকেট এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি
ব্রিটসের রেকর্ডভাঙা সেঞ্চুরিতে দ.
টসের পর ইংল্যান্ড অধিনায়ক স্কিভার-ব্রান্ট বলেন, “দল ভালোভাবে বিশ্রাম নিয়েছে, প্রস্তুতিও স্বাভাবিকভাবেই নিয়েছি। আগের ম্যাচে আমাদের বোলাররা দারুণ করেছে, তাই একই ছন্দ বজায় রাখার চেষ্টা করব।” প্রথম ম্যাচে যে একাদশে মাঠে নেমেছিল, সেটিতেই পরিবর্তন আনেনি তারা।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠেও ঝরে পড়ল আত্মবিশ্বাস, “আমরা টস জিতলেও ব্যাটিংই নিতাম। আমাদের মেয়েরা আত্মবিশ্বাসী, পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর সবাই বেশ ফোকাসড।” তবে আগের ম্যাচের একাদশে এসেছে দুটি পরিবর্তন। ঋতু ও মেঘলা খেলছেন আজ। কৌশলগত ভারসাম্য আনতেই এই রদবদল বলে জানান অধিনায়ক।
ইংল্যান্ড একাদশ:
ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটকিপার), হিদার নাইট, ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডানকলে, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফি একলস্টোন, লিনসি স্মিথ, লরেন বেল।
বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মানরুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশের সব আদালতের অনলাইন কার্যতালিকা নিয়মিত হালনাগাদ করতে বিশেষ নির্দেশনা
অনলাইন কার্যতালিকার ব্যবস্থার উন্নয়ন করা হলেও দেশের প্রতিটি জেলার আদালতগুলোতে কার্যতালিকার তথ্য প্রতিদিন হালনাগাদ করা হচ্ছে না। এমন প্রেক্ষাপটে বিচারব্যবস্থা আধুনিকায়ন ও বিচারিক সেবা সহজ করার লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম (কার্যতালিকা ব্যবস্থা) নিয়মিত যথাযথভাবে হালনাগাদ করতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ নির্দেশনাসংবলিত সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
দেশের সব আদালতের দৈনিক কার্যতালিকা শতভাগ অনলাইনে প্রদানবিষয়ক সার্কুলারটি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশ অনুসারে এ সার্কুলার জারি করা হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা সার্কুলারের ভাষ্য, সম্প্রতি এই কোর্টের (হাইকোর্ট বিভাগ) নজরে এসেছে যে অনলাইন কজলিস্ট সিস্টেম পরিপূর্ণভাবে ডেভেলপ করা হলেও দেশের প্রতিটি জেলার আদালতগুলোতে কার্যতালিকার তথ্য প্রতিদিন হালনাগাদ করা হচ্ছে না। যার কারণে বিচারপ্রার্থী জনগণকে তাঁদের নিজ নিজ মামলা সম্পর্কে তথ্য জানার জন্য আদালতে আসতে হচ্ছে। ফলে বিচার বিভাগ থেকে সেবাগ্রহীতারা বিচার বিভাগ-সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তিতে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিচার বিভাগে ডিজিটালাইজেশনের সুফল বিচারপ্রার্থী জনগণের কাছে পৌঁছে দিতে অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করা একান্ত আবশ্যক।
সার্কুলারে বলা হয়, আরও নজরে এসেছে যে বিচারব্যবস্থা আধুনিকায়নের নিমিত্ত এবং বিচারিক সেবা সহজীকরণের লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদকরণের জন্য এই কোর্ট থেকে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হলেও ওই নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে না। এমতাবস্থায় বিচারব্যবস্থা আধুনিকায়নের নিমিত্ত এবং বিচারিক সেবা সহজীকরণের লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত যথাযথভাবে হালনাগাদকরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হলো।