২০২৬ সালে ৪৮ দলের বিশ্বকাপ ফুটবল। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সেই বিশ্বকাপের টিকিট কেটেছে ১৮টি দল। এ মাসের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলতে পারে আরও কয়েকটি দল। কোন দলগুলোর সম্ভাবনা আছে এ মাসেই ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটার, চলুন দেখে নিই।ইউরোপ: কারা পেতে পারে বিশ্বকাপের টিকিট

এ মাসেই বিশ্বকাপের প্রথম দল পেয়ে যাতে পারে ইউরোপ। বেশ কয়েকটি দলের সম্ভাবনা আছে।

অনেকগুলো সমীকরণ মিলে গেলে ১২ অক্টোবর ক্রোয়েশিয়া; ১৩ অক্টোবর ফ্রান্স, স্লোভাকিয়া ও সুইজারল্যান্ড; ১৪ অক্টোবর ইংল্যান্ড, নরওয়ে, পর্তুগাল ও স্পেন বিশ্বকাপের টিকিট কেটে ফেলতে পারে।

উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল (কনক্যাকাফ)

১৪ অক্টোবর বিশ্বকাপ নিশ্চিত করে ফেলতে পারে হন্ডুরাস ও জ্যামাইকা।

এশিয়ায় ছয় দলের লড়াইএখনো ২০২৬ বিশ্বকাপের টিকিট পায়নি ২০২২ সালে আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেওয়া সৌদি আরব.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প র ট ক ট

এছাড়াও পড়ুন:

রাজউক উত্তরা মডেল কলেজে ২০২৬ সালে ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি, আসন ৮৯১

রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে মাউশির নির্দেশনায় ষষ্ঠ ও নবম শ্রেণিতে ছাত্রছাত্রী ভতি৴ করা হবে। বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন, প্রভাতি ও দিবা শিফটে ভতি৴ করা হবে। ষষ্ঠ ও নবম শ্রেণিতে মোট আসনসংখ্যা ৮৯১।

মাউশির নির্দেশনায় যে শ্রেণিতে ভর্তি করা হবে—

১. ষষ্ঠ শ্রেণি: বাংলা মাধ্যম, প্রভাতি শিফট। আসনসংখ্যা—১৫১।

২. ষষ্ঠ শ্রেণি: ইংরেজি ভার্সন, প্রভাতি শিফট। আসনসংখ্যা—১৬৩।

৩. ষষ্ঠ শ্রেণি: বাংলা মাধ্যম, দিবা শিফট। আসনসংখ্যা—১৫৫।

৪. ষষ্ঠ শ্রেণি: ইংরেজি ভার্সন, দিবা শিফট। আসনসংখ্যা—১৬২।

৫. নবম শ্রেণি—বিজ্ঞান: বাংলা মাধ্যম, প্রভাতি শিফট। আসনসংখ্যা—৭১।

৬. নবম শ্রেণি—বিজ্ঞান: ইংরেজি ভার্সন, প্রভাতি শিফট। আসনসংখ্যা—৬১।

৭. নবম শ্রেণি—বিজ্ঞান: বাংলা মাধ্যম, দিবা শিফট। আসনসংখ্যা—৭৬।

৮. নবম শ্রেণি—বিজ্ঞান: ইংরেজি ভার্সন, দিবা শিফট। আসনসংখ্যা—৫২।

আরও পড়ুনএলোমেলো শিক্ষা খাত, বাড়ছে সংকট৬ ঘণ্টা আগে

অনলাইনে আবেদনের তারিখ—

অনলাইনে আবেদনের তারিখ: ২১ নভেম্বর ২০২৫, বেলা ১১টায় শুরু হয়ে ৫ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।

অনলাইনে আবেদন ফরম পূরণ—

ফরম পূরণ করতে হবে: মাউশির নির্ধারিত https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ এবং সাবমিট করতে হবে।

ষষ্ঠ শ্রেণির জন্য আবেদনের যোগ্যতা—

১. ২০২৫ সালে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অনলাইন ভেরিফায়েড জন্মসনদ অনুয়ায়ী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে হতে হবে।

২. পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ন্যূনতম গড় নম্বর ৭৮ শতাংশ এবং বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে আলাদাভাবে ৮০ শতাংশ নম্বর থাকতে হবে।

৩. ভর্তি পরীক্ষার সময় অবশ্যই বার্ষিক পরীক্ষার মার্কশিট এবং টেবুলেশনশিট সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।

আরও পড়ুনপড়ালেখা শেষে অস্ট্রেলিয়ায় ওয়ার্ক ভিসা পেতে করণীয় কী১৯ নভেম্বর ২০২৫অনলাইনে আবেদনের তারিখ: ২১ নভেম্বর ২০২৫, বেলা ১১টায় শুরু হয়ে ৫ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত

সম্পর্কিত নিবন্ধ

  • কেয়ার বাংলাদেশে ম্যানেজার নিয়োগ, বেতন ১ লাখ ৭০ হাজার টাকা
  • ন্যাশনাল জিওগ্রাফিকের দৃষ্টিতে ২০২৬ সালে বেড়াতে যাওয়ার সেরা ২৫টি স্থান
  • রপ্তানির জন্য রাশিয়ার তেল কিনছে না ভারতের রিলায়েন্স, ট্রাম্পের শুল্কের চাপ
  • ২০২৬ সালের মার্চে শুরু হচ্ছে ফিফার নতুন টুর্নামেন্ট
  • রাজউক উত্তরা মডেল কলেজে ২০২৬ সালে ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি, আসন ৮৯১
  • পাঁচ দশকের রেকর্ড ভেঙে ‘আফ্রিকার বর্ষসেরার’ মুকুট হাকিমির মাথায়