প্রথমবারের মতো নবীন গ্রহের ছবি তুলেছেন বিজ্ঞানীরা
Published: 8th, October 2025 GMT
নক্ষত্রের চারপাশের প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক বলয়ের ফাঁকের মধ্যে লুকিয়ে থাকা একটি নবীন গ্রহের ছবি তুলেছেন বিজ্ঞানীরা। ফলে ‘উইশপিট ২বি’ নামের গ্রহটিকে সরাসরি পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন তাঁরা। এবারই প্রথম বিজ্ঞানীরা এ ধরনের ডিস্কের ফাঁকা স্থানের মধ্যে কোনো গ্রহের উপস্থিতি শনাক্ত করলেন। নাসার তথ্যমতে, উইশপিট ২বি মূলত বিশাল গ্যাসীয় দৈত্য গ্রহ। গ্রহটি বৃহস্পতি গ্রহের ভরের প্রায় পাঁচ গুণ এবং বয়স প্রায় ৫০ লাখ বছর। ফলে গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার গুণ কম বয়সী। পৃথিবী থেকে প্রায় ৪৩৭ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটি উইশপিট ২ নামের একটি তরুণ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।
সাধারণভাবে বলা যায়, প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক গ্যাস ও ধূলিকণা দিয়ে তৈরি একটি বলয়। এ ধরনের ডিস্ক নতুন নক্ষত্রের চারপাশ ঘিরে থাকে এবং নতুন গ্রহের জন্মস্থান হিসেবে কাজ করে। এমন ডিস্কে প্রায়ই অন্ধকার বলয়ের মতো ফাঁকা স্থান দেখা যায়। বিজ্ঞানীদের ধারণা, ডিস্কের অভ্যন্তরে থাকা গ্রহ ফাঁকা স্থান তৈরির জন্য দায়ী। এখন পর্যন্ত এই ফাঁকা স্থানের মধ্যে কোনো গ্রহকে সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। এবারই প্রথম উন্নত ইমেজিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নবীন গ্রহ পর্যবেক্ষণের সুযোগ পাওয়া গেছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, চিলিতে অবস্থিত ভেরি লার্জ টেলিস্কোপ (ভিএলটি) দিয়ে নক্ষত্র ও চারপাশের ডিস্ক পর্যবেক্ষণ করা হয়। পরে ম্যাজেলান ক্লে টেলিস্কোপে সংযুক্ত ম্যাগএ০-এক্স যন্ত্র ব্যবহার করে হাইড্রোজেন-আলফা আলোতে উইশপিট ২বি গ্রহের সরাসরি ছবি তোলা হয়। ফলে গ্রহ গঠনের প্রক্রিয়া সরাসরি দেখা গেছে।
লার্জ বাইনোকুলার টেলিস্কোপ থেকে প্রাপ্ত ইনফ্রারেড পর্যবেক্ষণ থেকে নবীন গ্রহ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এই সিস্টেমে নক্ষত্রের কাছাকাছি অন্য একটি ফাঁকা স্থানে দ্বিতীয় একটি সম্ভাব্য গ্রহের সন্ধানও পাওয়া গেছে। গবেষণাটি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে প্রকাশিত হয়েছে।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাঁচ দশকের রেকর্ড ভেঙে ‘আফ্রিকার বর্ষসেরার’ মুকুট হাকিমির মাথায়
আফ্রিকান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে এবারের আলোচনার কেন্দ্রবিন্দু এক নাম- আশরাফ হাকিমি। লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ কিংবা গালাতাসারাইয়ের গোলমেশিন ভিক্টর ওসিমেনকে পেছনে ফেলে প্রথমবারের মতো মহাদেশের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ছিনিয়ে নিয়েছেন পিএসজির মরোক্কান এই ডিফেন্ডার। ৫২ বছর ধরে অক্ষুণ্ণ থাকা ইতিহাস ভেঙে নতুন অধ্যায় রচনা করলেন তিনি।
অর্ধশতক পর ডিফেন্ডারের জয়:
১৯৭৩ সালে জাইরের (বর্তমান ডিআর কঙ্গো) সেন্টারব্যাক বোয়াঙ্গা শিমেন ছিলেন শেষ ডিফেন্ডার, যিনি এই সম্মান পেয়েছিলেন। এর পর পাঁচ দশকেও কোনো রক্ষণভাগের খেলোয়াড় এই মঞ্চে উঠতে পারেননি। ২৭ বছর বয়সী হাকিমি সেই শূন্যস্থান পূরণ করলেন এক দুর্দান্ত বছর পেরিয়ে।
আরো পড়ুন:
৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপে হাইতি
ফুটবলে নতুন ইতিহাস: সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও
পুরস্কার হাতে নিয়ে আবেগঘন কণ্ঠে হাকিমি বলেন, “এটি শুধু আমার নয়- আফ্রিকা থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা প্রতিটি মানুষের প্রাপ্য। যারা আমার ছোটবেলা থেকে আমাকে বিশ্বাস করেছেন, তাদের সবার প্রতি এটি আমার কৃতজ্ঞতা।”
মাঠে নেতৃত্ব, পরিসংখ্যানে আধিপত্য:
২০২৫ মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ, লিগ ওয়ান, কোপা দে ফ্রান্স ও উয়েফা সুপার কাপ; সবকটি শিরোপাই জয় করেছেন হাকিমি। ইনজুরির কারণে কিছু ম্যাচ মিস করলেও বছরের সার্বিক পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো।
আর আন্তর্জাতিক অঙ্গনে? সেখানে তিনি যেন আরেক রূপে। তার নেতৃত্বে মরক্কো ইতিহাস গড়ে ধারাবাহিকভাবে ১৮টি ম্যাচ জিতে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে এবং আফ্রিকার প্রথম দল হিসেবে। এই ধারাবাহিকতার কারণেই সালাহ ও ওসিমেনকে পেছনে ফেলা ছিল সময়ের ব্যাপার মাত্র।
সবচেয়ে বেশি বার বর্ষসেরা জয়ের রেকর্ড এখনো সমানভাবে যৌথভাবে ধরে রেখেছেন স্যামুয়েল ইতো ও ইয়াইয়া তুরে। তাদের পথ ধরেই এগোতে চান হাকিমি। যার সামনে এখন নতুন পথ, নতুন ইতিহাস গড়ার সুযোগ।
পরবর্তী চ্যালেঞ্জ মরক্কোর নেতৃত্বে আফ্রিকার সেরা হওয়ার লড়াই:
২১ ডিসেম্বর থেকে মরক্কোর মাটিতে শুরু হতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশন্সে দেশকে নেতৃত্ব দেবেন হাকিমি। ঘরের মাঠে শিরোপার স্বপ্ন আরও বড় হয়ে উঠেছে এই স্বীকৃতির পর।
মরক্কোর পুরস্কার ঝুলিতে আরও সাফল্য:
বর্ষসেরার মঞ্চে একা নন হাকিমি। তার সতীর্থরাও পেয়েছে আরও কয়েকটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি-
ইয়াসিন বুনো- বর্ষসেরা গোলরক্ষক,
ওসমানে মাম্মা- সেরা তরুণ খেলোয়াড়,
বুবিস্তা (কেপ ভার্দে)- সেরা কোচ (২০২৬ বিশ্বকাপে তোলার কৃতিত্বে)।
নারী ফুটবলে আলো ছড়িয়েছেন নাইজেরিয়ার চিয়ামাকা নাদোজি, যিনি টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এবং ইংলিশ প্রিমিয়ার লিগের উইমেন্স সুপার লিগে ব্রাইটনের হয়ে দারুণ পারফর্ম করছেন।
ঢাকা/আমিনুল