নক্ষত্রের চারপাশের প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক বলয়ের ফাঁকের মধ্যে লুকিয়ে থাকা একটি নবীন গ্রহের ছবি তুলেছেন বিজ্ঞানীরা। ফলে ‘উইশপিট ২বি’ নামের গ্রহটিকে সরাসরি পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন তাঁরা। এবারই প্রথম বিজ্ঞানীরা এ ধরনের ডিস্কের ফাঁকা স্থানের মধ্যে কোনো গ্রহের উপস্থিতি শনাক্ত করলেন। নাসার তথ্যমতে, উইশপিট ২বি মূলত বিশাল গ্যাসীয় দৈত্য গ্রহ। গ্রহটি বৃহস্পতি গ্রহের ভরের প্রায় পাঁচ গুণ এবং বয়স প্রায় ৫০ লাখ বছর। ফলে গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার গুণ কম বয়সী। পৃথিবী থেকে প্রায় ৪৩৭ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটি উইশপিট ২ নামের একটি তরুণ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।

সাধারণভাবে বলা যায়, প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক গ্যাস ও ধূলিকণা দিয়ে তৈরি একটি বলয়। এ ধরনের ডিস্ক নতুন নক্ষত্রের চারপাশ ঘিরে থাকে এবং নতুন গ্রহের জন্মস্থান হিসেবে কাজ করে। এমন ডিস্কে প্রায়ই অন্ধকার বলয়ের মতো ফাঁকা স্থান দেখা যায়। বিজ্ঞানীদের ধারণা, ডিস্কের অভ্যন্তরে থাকা গ্রহ ফাঁকা স্থান তৈরির জন্য দায়ী। এখন পর্যন্ত এই ফাঁকা স্থানের মধ্যে কোনো গ্রহকে সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। এবারই প্রথম উন্নত ইমেজিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নবীন গ্রহ পর্যবেক্ষণের সুযোগ পাওয়া গেছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, চিলিতে অবস্থিত ভেরি লার্জ টেলিস্কোপ (ভিএলটি) দিয়ে নক্ষত্র ও চারপাশের ডিস্ক পর্যবেক্ষণ করা হয়। পরে ম্যাজেলান ক্লে টেলিস্কোপে সংযুক্ত ম্যাগএ০-এক্স যন্ত্র ব্যবহার করে হাইড্রোজেন-আলফা আলোতে উইশপিট ২বি গ্রহের সরাসরি ছবি তোলা হয়। ফলে গ্রহ গঠনের প্রক্রিয়া সরাসরি দেখা গেছে।

লার্জ বাইনোকুলার টেলিস্কোপ থেকে প্রাপ্ত ইনফ্রারেড পর্যবেক্ষণ থেকে নবীন গ্রহ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এই সিস্টেমে নক্ষত্রের কাছাকাছি অন্য একটি ফাঁকা স্থানে দ্বিতীয় একটি সম্ভাব্য গ্রহের সন্ধানও পাওয়া গেছে। গবেষণাটি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে প্রকাশিত হয়েছে।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ রহ র গ রহট

এছাড়াও পড়ুন:

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবার আমিরাতের তরুণী

সংযুক্ত আরব আমিরাত থেকে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন এক তরুণী। ২৬ বছর বয়সী ওই তরুণীর নাম মরিয়ম মোহাম্মদ। প্রতিযোগিতায় অংশ নিতে কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। অবশেষে কয়েক শ আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি মিস ইউনিভার্স ইউএই-২০২৫ নির্বাচিত হয়েছেন। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করবেন তিনি।

মরিয়ম মোহাম্মদ ফ্যাশন নিয়ে পড়াশোনা করছেন। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস দিয়েছে। আমি সেসব নারীর কণ্ঠস্বর হতে চাই, যাঁরা উচ্চাকাঙ্ক্ষী ও কৌতূহলী। মিস ইউনিভার্স ইউএই শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়, অনেক কিছুর ওপর এর প্রভাব রয়েছে।’

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন মরিয়ম। বর্তমানে ইএসএমওডি দুবাই-এ ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করছেন। তিনি পড়াশোনা, শিল্প ও সামাজিক সচেতনতার মধ্যে সেতুবন্ধ তৈরি করেছেন। তাঁর লক্ষ্য দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা, নারীর ক্ষমতায়ন এবং সম্প্রদায়ের মধ্যে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করা।

আমিরাতের এই তরুণী টেকসই ফ্যাশনের নকশা করেছেন। তিনি রামাদান আমান ও দ্য গিভিং ফ্যামিলি ইনিশিয়েটিভের মতো দাতব্য কার্যক্রমে অংশ নিয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক নারী উদ্যোক্তা কর্মসূচিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করেছেন।

মরিয়মের আগ্রহে ঐতিহ্য ও উদ্ভাবনের দারুণ সমন্বয় ফুটে উঠেছে। বাজ পাখি শিকার ও উট চালানো থেকে শুরু করে টেকসই ফ্যাশন ও বৈশ্বিক সাংস্কৃতিক বিনিময়ের ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছেন। তিনি সৌন্দর্য ও দৃঢ়তার সঙ্গে আরব আমিরাতের মূল্যবোধকে ধারণ ও প্রতিনিধিত্ব করছেন।

মরিয়মের প্রত্যাশা, তিনি আমিরাতের নতুন প্রজন্মের নারীদের অনুপ্রেরণার উৎস হবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতায়ন, টেকসই এবং উদ্ভাবনের গল্পকে বিশ্বব্যাপী দর্শকের সামনে তুলে ধরবেন বলে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

মিস ইউনিভার্স ইউএইর জাতীয় পরিচালক পপি ক্যাপেলা প্রতিযোগিতায় মরিয়ম বিজয়ী হওয়ায় আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মরিয়ম শুধু তাঁর কথাবার্তা ও দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, বরং সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য, ক্ষমতায়ন এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রকাশের ক্ষমতার মাধ্যমে নিজেকে অন্যদের থেকে আলাদা করেছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • প্রথমবারের মতো সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে বেরোবি
  • শাকিব খানের সিনেমায় খল চরিত্রে তৌকীর আহমেদ!
  • আমিনুলের দলে অভিষিক্ত বেশি, অভিজ্ঞ ‘কম’
  • মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবার আমিরাতের তরুণী