দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত এক আসামিকে ভুয়া নথি দিয়ে জামিনে ছাড়া পাওয়ার ঘটনায় এক কারারক্ষীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার হওয়া কারারক্ষী নিজামুল হক দিনাজপুর জেলা কারাগারে কর্মরত। এ ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম পার্বতীপুর উপ‌জেলার আনোয়ার হোসেনের ছে‌লে।

ভুয়া জামিননামায় পাওয়ার ঘটনায় গত শ‌নিবার জেলা ও দায়রা জ‌জের না‌জির তোফা‌য়েল বাদী হ‌য়ে ক‌োতোয়ালি থানায় এক‌টি মামলা ক‌রেন। পরে রা‌তেই পু‌লিশ আরিফুল ইসলাম ও নিজামুল হককে গ্রেপ্তার করে।

এ বিষ‌য়ে ক‌োতোয়ালি থানার প‌রিদর্শক (তদন্ত) ম‌নিরুজ্জামান ব‌লেন, ভুয়া জা‌মিননামা দে‌খি‌য়ে কারাগার থে‌কে ছাড়া পাওয়ার ঘটনায় আদালতের পক্ষ থেকে ক‌োতোয়ালি‌ থানায় এক‌টি মামলা করা হয়। ‌ সেই মামলায় কারারক্ষীসহ দুজনকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। গতকাল তাঁদের‌ আদাল‌তে সোপর্দ ক‌রে ১০ ‌দি‌নের রিমান্ড চাওয়া হ‌য়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক র রক ষ

এছাড়াও পড়ুন:

ক্রাইস্টচার্চ টেস্ট: ১১ উইকেট পতনের দিনে এগিয়ে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চ টেস্টে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ৯৬ রানে এগিয়ে নিউজিল্যান্ড। ১১ উইকেট পতনের এই দিনে মাত্র দুই টেস্টের ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন কিউই পেসার জ্যাকব ডাফি। দ্বিতীয় দিন শেষেই ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে পড়ার কারণ ব্যাটিং ব্যর্থতা।

৭০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। আজ সকালের সেশনে মাত্র তিন বল টিকেছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৭০.৩ ওভারে ক্যারিবিয়ান পেসার জাস্টিন গ্রিভসের বলে জাক ফোকসের আউট হওয়ার মধ্য দিয়ে প্রথম ইনিংসে ২৩১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এরপর ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল আশা জাগানোর মতোই।

ব্যাটিং ব্যর্থতায় বেশিদূর এগোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ

সম্পর্কিত নিবন্ধ