পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারো ঢাকায় আসছেন। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিতব্য একটি বিশেষ কনসার্টে অংশ নেবেন তিনি। 

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টটির শিরোনাম ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। এটি হবে একটি ওপেন–এয়ার কনসার্ট, যার ভেন্যু নির্ধারণ করা হয়েছে বসুন্ধরা মাঠ। 

আরো পড়ুন:

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: ফিল্ড মার্শাল মুনির

খুব শিগগিরই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে দুটি ক্যাটাগরিতে—জেনারেল এবং ফ্রন্ট ভিআইপি। 

গত বছরের ২৯ নভেম্বর ‘ম্যাজিকাল নাইট ২.

০’ শীর্ষক কনসার্টে ঢাকার শ্রোতাদের মাতিয়েছিলেন আতিফ আসলাম। সেদিন তিনি পরিবেশন করেছিলেন ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’সহ তার জনপ্রিয় সব গান।

ঢাকা/রাহাত/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কনস র ট

এছাড়াও পড়ুন:

দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। হিজড়া পরিচয়ে ভোটার আছেন ১ হাজার ২৩৪ জন।

আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ভোটার তালিকা হালনাগাদের তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এই ভোটার তালিকাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আখতার আহমেদ জানান, গত ২ মার্চ মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজর ২৭৪। ২ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ আর পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ।

আখতার আহমেদ জানান, নির্ধারিত সময়ে কোনো দাবি আপত্তি না আসায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এ দুটি দলকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিছু আপত্তি আসায় বাংলাদেশ আমজনগণ পার্টিকে এখনো নিবন্ধন দেওয়া হয়নি। দলটির বিষয়ে আসা আপত্তিগুলো পর্যালোচনা করা হবে।

এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের জন্য সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন।

সম্পর্কিত নিবন্ধ