বরিশালে অপসোনিন ফার্মাসিটিক্যালসের স্টোরিপ্যাক বিভাগের চাকরিহারা ৪৪৪ শ্রমিক বহিরাগতদের সঙ্গ নিয়ে অন্যদের কারখানায় ঢুকতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনায় অপসোনিন ফার্মাসিটিক্যালস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অনিন্দ কুমার সরকার সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, শ্রম আইন মেনে অপসোনিনের স্টোরিপ্যাক বিভাগের ৪৪৪ শ্রমিককে অবসান দেওয়া হয়েছে। এর মধ্যে, ৫০ ভাগ শ্রমিক তাদের পাওনা বুঝে পেয়েছেন। কিন্তু, তবু চাকরিহারা শ্রমিকরা বহিরাগতদের সঙ্গ নিয়ে কারখানার অন্য বিভাগের শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা প্রদান করছেন। এতে কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। যেহেতু ডেঙ্গুর বিস্তার বেড়েছে, তাই উৎপাদন বন্ধ থাকলে সামনে সংকট দেখা দেবে।

চাকরিচ্যুত শ্রমিকরা জানান, চাকরি পুনর্বহালের দাবিতে গত ১৮ দিন ধরে আমরা আন্দোলন চালিয়ে আসছি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

কাজে যোগ দিতে আসা শ্রমিকরা জানান, সকালে কারখানায় ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। এ সময় যাদের চাকরি আছে তারা যেন কাজের সুযোগ পায়, সেই দাবি জানান তারা।

ঢাকা/পলাশ/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অপস ন ন

এছাড়াও পড়ুন:

দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশি ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

আরো পড়ুন:

শিমুল বিশ্বাসেই আস্থা বিএনপির, জামায়াতে ‘বিভাজন’

বুধবার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে ইসির সংলাপ

এর আগে খসড়া তালিকায় ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ