গবেষণায় অনুদান পেলেন নোবিপ্রবির ১৮ শিক্ষক
Published: 18th, November 2025 GMT
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৮ জন শিক্ষক বিভিন্ন গ্রুপে সরকারি গবেষণা অনুদান পেয়েছেন। জাতীয় গবেষণা ও উন্নয়ন অনুদান কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় তারা এ অনুদান পান।
এর মধ্যে, এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্ট গ্রুপে চারটি, জীববিজ্ঞান, মেডিকেল সায়েন্স ও পুষ্টি গ্রুপে ছয়টি, প্রয়োগিক বিজ্ঞান ও প্রকৌশল গ্রুপে সাতটি ও ফিজিক্যাল সায়েন্স গ্রুপে একটি গবেষণা প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পগুলোর জন্য ১৮ জন শিক্ষকের পাওয়া মোট অনুদানের পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
আরো পড়ুন:
ঢাকায় সমাবেশে আহত সেই শিক্ষিকা মারা গেছেন
জাবি শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার খাতা অবমূল্যায়ন ও ট্যাগিংয়ের অভিযোগ
নির্বাচিত শিক্ষকদের মধ্যে এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্ট গ্রুপে রয়েছেন, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শিপন দাস গুপ্ত, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড.
জীববিজ্ঞান, মেডিকেল সায়েন্স ও পুষ্টি গ্রুপে রয়েছেন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাদ্দাম হোসেন, মো. সাহিদ সরোয়ার, সহকারী অধ্যাপক সুজন বণিক, মো. আব্দুল বারেক, মো. আব্দুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শরিফ উদ্দিন।
প্রয়োগিক বিজ্ঞান ও প্রকৌশল গ্রুপ কেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক মো. শহাদাত হোসেন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. অপূর্ব অধিকারী, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শুকান্ত ভৌমিক, আইসিই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আব্দুস সামাদ আজাদ, সহকারী অধ্যাপক ড. মো. সিফাতুল ইসলাম, ফিজিক্যাল সায়েন্স গ্রুপে কেমিস্ট্রি বিভাগের প্রভাষক নাসরিন আক্তার।
২০১৮-২০১৯ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রযুক্তি উন্নয়ন, গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে ‘এগ্রিকালচার অ্যান্ড এগ্রোটেকনোলজি’ গ্রুপে ১৮টি প্রকল্পের অনুকূলে ৩১ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা, ‘জীববিদ্যা, চিকিৎসাবিদ্যা ও পুষ্টিবিদ্যা’ গ্রুপে ৮২টি প্রকল্পের অনুকূলে ৭২ লাখ ২৬ হাজার টাকা, ‘অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ গ্রুপে ৬৩টি প্রকল্পের অনুকূলে ৪৪ লাখ ১৫ হাজার টাকা এবং ‘ফিজিক্যাল সায়েন্স’ গ্রুপে ৪১টি প্রকল্পের অনুকূলে ২১ লাখ ৪০ হাজার টাকা অনুদান দেয় সরকার।
ঢাকা/শফিউল্লাহ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ভ গ র সহক র অন দ ন
এছাড়াও পড়ুন:
কেডিএস এক্সেসরিজের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। এ কোম্পানিকে রেটিং দিয়েছে ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
রবিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী, কেডিএস এক্সেসরিজ দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কেডিএস এক্সেসরিজের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করছে ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
ঢাকা/এনটি/রফিক