বরিশাল সদর উপজেলার দিনারের পুল নামক এলাকায় পার্কিংয়ে রাখা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এটি নাশকতা কি না, তা এখনো জানা যায়নি। 

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চরকাউয়া-গোমা আঞ্চলিক সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ওই বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। এর অদূরে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম। 

তিনি জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। 

ওসি বলেন, বাসটি ১৬-১৭ দিন ধরে রাস্তার পাশে ছিল। কীভাবে এটিতে আগুন লেগেছে, তা বলা যাচ্ছে না। এটি অগ্নিসংযোগ নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি অগ্নিসংযোগের ঘটনা হয়, তাহলে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। 

স্থানীয়রা বলছেন, বাসটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় সড়কের পাশে রাখা ছিল। দাঁড়িয়ে থাকা বাসে কেউ আগুন না দিলে মাঝরাতে সেটি পুড়ে যাওয়ার কোনো কারণ নেই। 

ঢাকা/পলাশ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঝালকাঠির নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

ঝালকাঠির নির্যাতিত শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির "নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।

তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার (১৮ নভেম্বর) শিশু রাইসার বর্তমান সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিতে তার বাসায় যান এই সেলের সদস্য ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. জাবির হাসান ও ডা. তানজিলা আক্তার।

আরো পড়ুন:

কানের দুল ছিনিয়ে নিতে শিশুকে হত্যা, আটক ২

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

‘নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ এর কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম শিশু রাইসার নানা-নানি ও খালার সাথে ভার্চুয়ালি কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে শিশু রাইসার পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় শিশু রাইসার জন্য পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতের পোশাক, উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন সেলের সদস্যরা।

গত ১ অক্টোবর চার বছর বয়সী মাতৃহারা শিশু রাইসাকে মারধরের অভিযোগ ওঠে তার পিতা ও সৎ মায়ের বিরুদ্ধে। শারীরিক আঘাতে তার মাথার হাড় ভেঙে যায় ও মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ঐ সময় "নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ এর ঝালকাঠির সদস্যরা শিশু রাইসাকে দেখতে যান ও তার চিকিৎসা সহায়তা দেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ