পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গতকাল রাতে মোহাম্মদ কুদুসের গোলে কোমোরোসকে ১–০ গোলে হারিয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি।
এর ফলে আফ্রিকার উত্তরাঞ্চলের বাইরের প্রথম দেশ হিসেবে এবার বিশ্বকাপে জায়গা করল ঘানা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকার, ঘানা পশ্চিমের।
আক্রায় পাওয়া এই জয়ে গ্রুপ ‘আই’তে ঘানার পয়েন্ট ১০ ম্যাচে ২৫। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। ৯ গ্রুপের রানার্সআপদের মধ্যে শীর্ষ চারে থেকে আঞ্চলিক প্লে–অফ নিশ্চিত করতে মাদাগাস্কারকে মালির বিপক্ষে জিততেই হতো। কিন্তু বামাকোতে গতকাল রাতে মালির কাছে ৪–১ গোলে হেরে লড়াই থেকে ছিটকে গেছে তারা।
আরও পড়ুন১২ বছর পর বিশ্বকাপে মাহরেজের আলজেরিয়া, রইল বাকি ২৮১০ অক্টোবর ২০২৫ঘানা অবশ্য এই ম্যাচের আগেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ টিকিট নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল। ঘানাকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে মাদাগাস্কারকে গতকাল নিজেদের ম্যাচে জেতার পাশাপাশি পোষাতে হতো ৮ গোলের ঘাটতিও; সঙ্গে ঘানার হার তো আছেই। ফলে মাদাগাস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, তা শুধু কাগজে–কলমেই। তবে সে হিসাব–নিকাশে যাওয়ার প্রয়োজনই পড়েনি।
গতকাল রাতে জিতেছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা মিসরও.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু
দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে নগরীর পাটগুদাম ও মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন কোম্পানির বাস ময়মনসিংহ থেকে ঢাকায় রওনা দেয়।
বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। আজ সকাল থেকেই বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
আরো পড়ুন:
নেত্রকোণা থেকে ঢাকা ও ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল বন্ধ, ভোগান্তি
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, “সকাল থেকে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে। অন্যান্য বাসগুলোও চলছে।”
গতকাল রবিবার রাতে জেলা প্রশাসক মুফিদুল আলম ও পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সঙ্গে পরিবহন শ্রমিক মালিকরা আলোচনায় বসেন। সেখানে ময়মনসিংহ থেকে ঢাকাসহ সব সড়কে আজ সোমবার সকাল থেকে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়। ফলপ্রসূ আলোচনার ফলে বাস চলাচলে বিরম্ভনার অবসান হলো।
ঢাকা/মিলন/মাসুদ