শুটিংয়ে হঠাৎ অসুস্থ, বাঁচানো গেল না রাজুকে
Published: 14th, October 2025 GMT
কন্নড় অভিনেতা রাজু তালিকোট মারা গেছেন। গতকাল সোমবার বেঙ্গালুরুর উদুপিতে একটি সিনেমার শুটিংয়ে তাঁর মৃত্যু হয়। অভিনেতার বয়স হয়েছিল ৫৯ বছর। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে খবরটি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া। জানা গেছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।
সোমবার উদুপি জেলায় শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন রাজু। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
তাঁর আসল নাম ছিল রাজেসাব মকতুমসাব ইয়াঙ্কাঞ্চি। রাজু তালিকোট মঞ্চ ও চলচ্চিত্র—উভয় ক্ষেত্রেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন ধরেই হৃদ্রোগে ভুগছিলেন অভিনেতা। এর আগেও কয়েকবার অসুস্থ হয়েছেন, তবে এবার আর অভিনেতাকে বাঁচানো যায়নি।
অভিনেতার মৃত্যুতে কর্ণাটক উপমন্ত্রী ডি কে শিবকুমার শোক প্রকাশ করে বলেন, ‘প্রখ্যাত থিয়েটার অভিনেতা, কমেডিয়ান রাজু তালিকোটের মৃত্যু হৃদয়বিদারক। তিনি অনেক কন্নড় চলচ্চিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর প্রয়াণ কন্নড় চলচ্চিত্র শিল্পের জন্য এক বড় ক্ষতি।’
রাজু তালিকোট ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তালিকোটে জন্ম ও বেড়ে ওঠার কারণে তিনি এই নামেই পরিচিতি পান। তাঁর মা–বাবাও ছিলেন থিয়েটার শিল্পী; কাজ করতেন শ্রীগুরু খাসগটেশ্বর নাট্য সংঘে।
রাজু ছোটবেলা থেকে মঞ্চে অভিনয় শুরু করেন। তবে মা-বাবার মৃত্যুর কারণে চতুর্থ শ্রেণির পর আর পড়াশোনা করতে পারেননি। তিনি বিভিন্ন হোটেলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবেও কাজ করেন। পরে ফিরে আসেন নাট্যজগতে।
রাজু তালিকোটের প্রথম চলচ্চিত্র ছিল ‘হেন্দাথি আন্দারে হেন্দাথি’। পরে তিনি অভিনয় করেন ‘মানসারে’, ‘পঞ্চরঙ্গি’, ‘রাজাধানি’, ‘লাইফু ইস্তেনে’, ‘আলেমারি’, ‘মাইনা’, ‘টোপিওয়ালা’, ‘পাঞ্জাবি হাউস’সহ অন্যান্য ছবিতে। এ ছাড়াও ‘বিগ বস’-এ কন্নড় সংস্কারের সপ্তম মৌসুমে অংশ নেন তিনি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
আড়াল ভেঙে বিয়ের খবর দিলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান
‘বড় ছেলে’খ্যাত নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান। গত কয়েক বছর ধরে খানিকটা আড়ালে রয়েছেন জনপ্রিয় এই পরিচালক। আড়াল ভেঙে বিয়ের খবর জানিয়ে চমকে দিলেন তার ভক্ত-অনুরাগীদের।
মঙ্গলবার (২ ডিসেম্বর) মিজানুর রহমান আরিয়ান তার ফেসবুক পেজে তার বিয়ের কিছু ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, লাল টুকটুকে শাড়িতে বউ সেজেছেন তার স্ত্রী। অন্যদিকে, পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি পরেছেন আরিয়ান।
আরো পড়ুন:
মসজিদে বিয়ে, স্বামীর বয়স নিয়ে আলোচনা, মুখ খুললেন ফারিয়া
‘নয়ছয়’-এর নির্মাতা রাফায়েলকে বিয়ে করলেন অভিনেত্রী মম
এসব ছবির ক্যাপশনে মিজানুর রহমান আরিয়ান লেখেন, “যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।” এ ক্যাপশনে বিয়ে নিয়ে বিস্তারিত কিছু না জানানোর কারণে অনেক নেটিজেন দ্বন্দ্বেও পড়েছেন। পরে অবশ্য গণমাধ্যমে বিয়ের তথ্য নিশ্চিত করেছেন।
আরিয়ানের স্ত্রীর নাম তাহসিন তামান্না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিয়ে করেন আরিয়ান-তামান্না। এ বিষয়ে মিজানুর রহমান আরিয়ান বলেন, “তাহসিনের সঙ্গে আমার ৭ বছরের পরিচয়। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করব।”
‘বড় ছেলে’ টেলিফিল্মের মাধ্যমে পরিচালক হিসেবে খ্যাতি কুড়ান মিজানুর রহমান আরিয়ান। তাছাড়াও ‘যুগল’, ‘উনিশ ২০’, ‘পুনর্মিলনে’ এর মতো অনেক জনপ্রিয় নাটকও নির্মাণ করেছেন তিনি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘নেটওয়ার্কের বাইরে’। এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
ঢাকা/শান্ত