বরফে পা ফসকে ইউক্রেন ম্যাচে তাকিয়ে ফ্রান্স
Published: 14th, October 2025 GMT
চোটের কারণে দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেকে ছাড়াই বরফের দেশ আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। সুযোগ ছিল তাঁদের ছাড়াই নিজেদের শক্তি দেখানোর। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দিদিয়ের দেশমের দল। বিশ্বকাপ বাছাইয়ে গতকাল রাতে স্বাগতিক আইসল্যান্ডের সঙ্গে ২–২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর ফলে টানা তিন ম্যাচ জেতার পর চতুর্থ ম্যাচে এসে থামল ফ্রান্সের জয়ের ধারা।
‘ডি’ গ্রুপে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। আরেক ম্যাচে আজারবাইজানকে ২–১ গোলে হারানো ইউক্রেন ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে। এ পরিস্থিতিতে ১৩ নভেম্বর রাতে ফ্রান্স–ইউক্রেন ম্যাচ দিয়েই নির্ধারিত হতে পারে ফ্রান্সের বিশ্বকাপ ভাগ্য।
গতকাল রাতে অবশ্য একপর্যায়ে হারের শঙ্কায় পড়েছিল ফ্রান্স। আইসল্যান্ডের মাঠে ৩৯ মিনিটে গোল হজমের পর ৬২ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল তারা। ৬৩ মিনিটে ক্রিস্টোফার এনকঙ্কুর গোলে সমতা ফেরানোর পর ৬৮ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন জাঁ–ফিলিপে মাতেতা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২ মিনিট পর অর্থাৎ ৭০ মিনিটে আইসল্যান্ডকে ফের সমতায় ফেরান হ্লিনসন।
আরও পড়ুনএ মাসেই বিশ্বকাপের টিকিট পেতে পারে স্পেন–ফ্রান্স–পর্তুগালসহ যেসব দেশ০৮ অক্টোবর ২০২৫ম্যাচ শেষে হতাশ ফরাসি কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘আমরা ২-১ গোলে এগিয়ে ছিলাম। রাগ লাগছে এই জন্য যে আমরা যেভাবে দ্বিতীয় গোলটি হজম করেছি। আমরা তখন উন্মুক্ত ছিলাম, গোল করার পরপর অনেক ওপরে উঠে এসেছিলাম। এটা অবহেলা। এটা হওয়া উচিত হয়নি। এ কারণেই আমরা ম্যাচ জিততে পারিনি।’
ডি ব্রুইনার গোল উদ্যাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইসল য ন ড
এছাড়াও পড়ুন:
বরফে পা ফসকে ইউক্রেন ম্যাচে তাকিয়ে ফ্রান্স
চোটের কারণে দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেকে ছাড়াই বরফের দেশ আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। সুযোগ ছিল তাঁদের ছাড়াই নিজেদের শক্তি দেখানোর। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দিদিয়ের দেশমের দল। বিশ্বকাপ বাছাইয়ে গতকাল রাতে স্বাগতিক আইসল্যান্ডের সঙ্গে ২–২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর ফলে টানা তিন ম্যাচ জেতার পর চতুর্থ ম্যাচে এসে থামল ফ্রান্সের জয়ের ধারা।
‘ডি’ গ্রুপে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। আরেক ম্যাচে আজারবাইজানকে ২–১ গোলে হারানো ইউক্রেন ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে। এ পরিস্থিতিতে ১৩ নভেম্বর রাতে ফ্রান্স–ইউক্রেন ম্যাচ দিয়েই নির্ধারিত হতে পারে ফ্রান্সের বিশ্বকাপ ভাগ্য।
গতকাল রাতে অবশ্য একপর্যায়ে হারের শঙ্কায় পড়েছিল ফ্রান্স। আইসল্যান্ডের মাঠে ৩৯ মিনিটে গোল হজমের পর ৬২ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল তারা। ৬৩ মিনিটে ক্রিস্টোফার এনকঙ্কুর গোলে সমতা ফেরানোর পর ৬৮ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন জাঁ–ফিলিপে মাতেতা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২ মিনিট পর অর্থাৎ ৭০ মিনিটে আইসল্যান্ডকে ফের সমতায় ফেরান হ্লিনসন।
আরও পড়ুনএ মাসেই বিশ্বকাপের টিকিট পেতে পারে স্পেন–ফ্রান্স–পর্তুগালসহ যেসব দেশ০৮ অক্টোবর ২০২৫ম্যাচ শেষে হতাশ ফরাসি কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘আমরা ২-১ গোলে এগিয়ে ছিলাম। রাগ লাগছে এই জন্য যে আমরা যেভাবে দ্বিতীয় গোলটি হজম করেছি। আমরা তখন উন্মুক্ত ছিলাম, গোল করার পরপর অনেক ওপরে উঠে এসেছিলাম। এটা অবহেলা। এটা হওয়া উচিত হয়নি। এ কারণেই আমরা ম্যাচ জিততে পারিনি।’
ডি ব্রুইনার গোল উদ্যাপন