চোটের কারণে দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেকে ছাড়াই বরফের দেশ আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। সুযোগ ছিল তাঁদের ছাড়াই নিজেদের শক্তি দেখানোর। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দিদিয়ের দেশমের দল। বিশ্বকাপ বাছাইয়ে গতকাল রাতে স্বাগতিক আইসল্যান্ডের সঙ্গে ২–২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর ফলে টানা তিন ম্যাচ জেতার পর চতুর্থ ম্যাচে এসে থামল ফ্রান্সের জয়ের ধারা।

‘ডি’ গ্রুপে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। আরেক ম্যাচে আজারবাইজানকে ২–১ গোলে হারানো ইউক্রেন ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে। এ পরিস্থিতিতে ১৩ নভেম্বর রাতে ফ্রান্স–ইউক্রেন ম্যাচ দিয়েই নির্ধারিত হতে পারে ফ্রান্সের বিশ্বকাপ ভাগ্য।

গতকাল রাতে অবশ্য একপর্যায়ে হারের শঙ্কায় পড়েছিল ফ্রান্স। আইসল্যান্ডের মাঠে ৩৯ মিনিটে গোল হজমের পর ৬২ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল তারা। ৬৩ মিনিটে ক্রিস্টোফার এনকঙ্কুর গোলে সমতা ফেরানোর পর ৬৮ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন জাঁ–ফিলিপে মাতেতা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২ মিনিট পর অর্থাৎ ৭০ মিনিটে আইসল্যান্ডকে ফের সমতায় ফেরান হ্লিনসন।

আরও পড়ুনএ মাসেই বিশ্বকাপের টিকিট পেতে পারে স্পেন–ফ্রান্স–পর্তুগালসহ যেসব দেশ০৮ অক্টোবর ২০২৫

ম্যাচ শেষে হতাশ ফরাসি কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘আমরা ২-১ গোলে এগিয়ে ছিলাম। রাগ লাগছে এই জন্য যে আমরা যেভাবে দ্বিতীয় গোলটি হজম করেছি। আমরা তখন উন্মুক্ত ছিলাম, গোল করার পরপর অনেক ওপরে উঠে এসেছিলাম। এটা অবহেলা। এটা হওয়া উচিত হয়নি। এ কারণেই আমরা ম্যাচ জিততে পারিনি।’

ডি ব্রুইনার গোল উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইসল য ন ড

এছাড়াও পড়ুন:

জার্মানিতে সেনাবাহিনীর ২০ হাজার গুলি চুরি, কে কীভাবে এ কাণ্ড ঘটাল

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের বুর্গ শহরে সেনাবাহিনীর ব্যারাকে যাওয়ার উদ্দেশে রওনা হওয়া একটি ডেলিভারি ট্রাক থেকে হাজার হাজার গুলি চুরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমকে এ চুরির বিষয় নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই গুলি কে বা কারা চুরি করেছে, তা এখনো জানা যায়নি। চালক অনির্ধারিত স্থানে ট্রাক থামানোয় এ ঘটনা ঘটেছে বলে মনে করছে মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জার্মানির দুই সংবাদমাধ্যম এমডিআর ও সাপ্তাহিক ম্যাগাজিন ডেয়ার স্পিগেলকে চুরির ঘটনাটি গত ২৫ নভেম্বর ঘটেছে বলে জানানো হয়েছে।

স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে গোলাবারুদ ‘হারানোর’ ঘটনা আগেও ঘটেছে। এ ছাড়া গত কয়েক মাসে বার্নবুর্গ ও আইসলেবেন শহরে পুলিশের গোলাবারুদ খোয়া যাওয়ার ঘটনাও ঘটেছে।

জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি বেসামরিক মালিকানাধীন ট্রাক সেদিন গুলি বহন করছিল। রাত হওয়ায় বুর্গের একটি হোটেলের পার্কিংয়ে ট্রাক থামান চালক। পরের দিন ট্রাক ব্যারাকে পৌঁছানোর পর বেশকিছু গুলি উধাও হয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায়, পিস্তলের প্রায় ১০ হাজারটি তাজা গুলি ও প্রশিক্ষণের কাজে ব্যবহৃত অ্যাসল্ট রাইফেলের ৯ হাজার ৯০০ গুলি ট্রাকে নেই।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা চুরির বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছি। এসব গুলি ভুল হাতে পড়া উচিত নয়।’ মন্ত্রণালয় আরও মনে করছে, চালকের এমন জায়গায় ট্রাক থামানো ঠিক হয়নি।

চুরির ঘটনায় কে বা কারা জড়িত, তা জানতে স্থানীয় পুলিশের সহায়তায় তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে গোলাবারুদ ‘হারানোর’ ঘটনা আগেও ঘটেছে। এ ছাড়া গত কয়েক মাসে বার্নবুর্গ ও আইসলেবেন শহরে পুলিশের গোলাবারুদ খোয়া যাওয়ার ঘটনাও ঘটেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • জার্মানিতে সেনাবাহিনীর ২০ হাজার গুলি চুরি, কে কীভাবে এ কাণ্ড ঘটাল