সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা
Published: 14th, October 2025 GMT
দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. শিবলী সাদিকের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আয়ের উৎস বহির্ভূত প্রায় ৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়। দুদকের উপসহকারী পরিচালক মো.
আরো পড়ুন:
বিএনপি নেতার জামিন নামঞ্জুর, আইনজীবীর উপর হামলার চেষ্টা
ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার
দিনাজপুর দুদকের উপপরিচালক আতাউর রহমান বলেন, প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে, সাবেক এমপি শিবলী সাদিক বৈধ আয়ের উৎস ছাড়াই বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যথাযথ তদন্ত, নথিপত্র যাচাই ও কমিশনের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শিবলী সাদিক বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোট ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন।
দুদকের অনুসন্ধানে যেসব সম্পদের প্রমাণ পাওয়া গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জে ৬ তলা ভবন, ঢাকার ধানমণ্ডিতে ২ হাজার ২০ বর্গফুটের ফ্ল্যাট, কক্সবাজারে দুটি ফ্ল্যাট, দিনাজপুরের রাণীপুরে স্বপ্নপুরী বিনোদন পার্কের ৫০ শতাংশ মালিকানা, নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর থানার বিভিন্ন মৌজায় ৪৫ দশমিক ৫২ একর জমি
দুদক জানায়, এসব স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ১৯ কোটি ১৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা। দায়-দেনা বাদে নিট সম্পদ ১৫ কোটি ৯৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা। বৈধ আয়ের পরিমাণ ১০ কোটি ৮০ লাখ ২ হাজার ৭০৮ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় ২ কোটি ৮২ লাখ ১৪ হাজার ৩৭ টাকা। অব্যাখ্যাত (যার ব্যাখ্যা পাওয়া যায়নি) সম্পদ ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৬৫ টাকা। বৈধ উৎস ছাড়া এই বিপুল সম্পদ অর্জনের প্রমাণ দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দুদক জানিয়েছে।
মামলাটি এখন দুদকের তদন্ত পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হতে পারে বলে জানানো হয়েছে।
ঢাকা/মোসলেম/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স থ বর তদন ত বগঞ জ
এছাড়াও পড়ুন:
ডিএসইতে স্বাস্থ্য সচেতনতা-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রথমবারের মতো ‘স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ট্রেনিং একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা
ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজারে গতি ফেরাতে কার্যক্রম চলমান: অর্থ উপদেষ্টা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান বলেন, “কর্মক্ষেত্রে সুস্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন কাজ মানসিক ও শারীরিক চাপের সঙ্গে সম্পৃক্ত, যা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। ব্যক্তিগতভাবে আমরা সবাই স্বাস্থ্য সচেতন হলেও ব্যস্ততার কারণে তা প্রায়ই উপেক্ষিত হয়। তাই এমন সচেতনতামূলক কর্মশালা আমাদের নতুনভাবে ভাবতে ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।”
তিনি বলেন, “ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের শারীরিক সুস্থতা রক্ষায় বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী এবং ভবিষ্যতে স্বাস্থ্যবান্ধব উদ্যোগগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
কর্মশালায় ডিএসই’র ফিজিশিয়ান ডা. এফএম আরাফাত হাশমী স্বাস্থ্য সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস, মানসিক সুস্থতা, স্ট্রেস ম্যানেজমেন্ট ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ঢাকা/এনটি/মেহেদী