কেমন ছিল ২২ বছর আগে ভারতের বিপক্ষে গোল্ডেন গোলের সেই স্মরণীয় জয়
Published: 18th, November 2025 GMT
১৮ জানুয়ারি, ২০০৩।
শনিবারের বিকেল।
ঢাকার আকাশ-বাতাসে তখন একটাই নাম বারবার প্রতিধ্বনি তুলছিল: মতিউর রহমান মুন্না!
জাতীয় স্টেডিয়ামের গ্যালারি যেন নিজেই স্লোগান হয়ে ফেটে পড়েছিল—‘মুন্না! মুন্না!’
বাংলাদেশ ফুটবলের ইতিহাসে মুন্না এক চিরকালীন অমর নাম। কারণ, ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে তাঁর সেই ‘গোল্ডেন গোল’। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা। অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে স্বপ্ন বহন করা মিডফিল্ডার মুন্নার বাঁ পায়ের শট ২৫ গজ দূর থেকে বুলেট গতিতে জড়িয়ে গেল ভারতের জালে! তারপর শেষ বাঁশি! ম্যাচ জিতে গেল বাংলাদেশ।
আশ্চর্য হলেও সত্যি, এটিই ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয়। অবশ্য কাগজ-কলমে ম্যাচটি ড্র হিসেবেই রেকর্ড করা আছে।
কিন্তু রেকর্ডের পাতায় যা-ই লেখা থাকুক, তার চেয়েও বড় কথা হলো, ২০০৩ সালের ১৮ জানুয়ারির সেই দিনটা ছিল বাংলাদেশের ফুটবলে আনন্দযজ্ঞের দিন! আজ (মঙ্গলবার) রাত আটটায় ঢাকায় যখন বাংলাদেশ–ভারত আরেকটি ম্যাচে নামবে, তখন বাংলাদেশের পুরোনো ফুটবলপ্রেমীদের মন নিশ্চিতভাবেই ফিরে যেতে চাইবে, সেই জয়ের দিনটিতে।
সেই জয় আজও বাংলাদেশের ফুটবল মানচিত্রে এক উজ্জ্বলতম বিন্দু হয়ে আছে। ফিফা তখন নকআউট ম্যাচ অমীমাংসিত থাকলে অতিরিক্ত সময়ে গোল্ডেন গোল নিয়ম চালু করেছিল—অর্থাৎ এক গোল হলেই খেলা শেষ। আর, বাংলাদেশের ইতিহাসে একমাত্র গোল্ডেন গোলে জয় এনে দিয়েছিলেন মুন্নাই।
ভারতের বিপক্ষে মিডফিল্ডে সেদিন আস্থার প্রতীক হয়ে ছিলেন আরমান মিয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেমন ছিল ২২ বছর আগে ভারতের বিপক্ষে গোল্ডেন গোলের সেই স্মরণীয় জয়
১৮ জানুয়ারি, ২০০৩।
শনিবারের বিকেল।
ঢাকার আকাশ-বাতাসে তখন একটাই নাম বারবার প্রতিধ্বনি তুলছিল: মতিউর রহমান মুন্না!
জাতীয় স্টেডিয়ামের গ্যালারি যেন নিজেই স্লোগান হয়ে ফেটে পড়েছিল—‘মুন্না! মুন্না!’
বাংলাদেশ ফুটবলের ইতিহাসে মুন্না এক চিরকালীন অমর নাম। কারণ, ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে তাঁর সেই ‘গোল্ডেন গোল’। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা। অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে স্বপ্ন বহন করা মিডফিল্ডার মুন্নার বাঁ পায়ের শট ২৫ গজ দূর থেকে বুলেট গতিতে জড়িয়ে গেল ভারতের জালে! তারপর শেষ বাঁশি! ম্যাচ জিতে গেল বাংলাদেশ।
আশ্চর্য হলেও সত্যি, এটিই ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয়। অবশ্য কাগজ-কলমে ম্যাচটি ড্র হিসেবেই রেকর্ড করা আছে।
কিন্তু রেকর্ডের পাতায় যা-ই লেখা থাকুক, তার চেয়েও বড় কথা হলো, ২০০৩ সালের ১৮ জানুয়ারির সেই দিনটা ছিল বাংলাদেশের ফুটবলে আনন্দযজ্ঞের দিন! আজ (মঙ্গলবার) রাত আটটায় ঢাকায় যখন বাংলাদেশ–ভারত আরেকটি ম্যাচে নামবে, তখন বাংলাদেশের পুরোনো ফুটবলপ্রেমীদের মন নিশ্চিতভাবেই ফিরে যেতে চাইবে, সেই জয়ের দিনটিতে।
সেই জয় আজও বাংলাদেশের ফুটবল মানচিত্রে এক উজ্জ্বলতম বিন্দু হয়ে আছে। ফিফা তখন নকআউট ম্যাচ অমীমাংসিত থাকলে অতিরিক্ত সময়ে গোল্ডেন গোল নিয়ম চালু করেছিল—অর্থাৎ এক গোল হলেই খেলা শেষ। আর, বাংলাদেশের ইতিহাসে একমাত্র গোল্ডেন গোলে জয় এনে দিয়েছিলেন মুন্নাই।
ভারতের বিপক্ষে মিডফিল্ডে সেদিন আস্থার প্রতীক হয়ে ছিলেন আরমান মিয়া