ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বরিশালে পার্কিংয়ে রাখা বাসে আগুন
বরিশাল সদর উপজেলার দিনারের পুল নামক এলাকায় পার্কিংয়ে রাখা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এটি নাশকতা কি না, তা এখনো জানা যায়নি।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চরকাউয়া-গোমা আঞ্চলিক সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ওই বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। এর অদূরে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি।
ওসি বলেন, বাসটি ১৬-১৭ দিন ধরে রাস্তার পাশে ছিল। কীভাবে এটিতে আগুন লেগেছে, তা বলা যাচ্ছে না। এটি অগ্নিসংযোগ নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি অগ্নিসংযোগের ঘটনা হয়, তাহলে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
স্থানীয়রা বলছেন, বাসটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় সড়কের পাশে রাখা ছিল। দাঁড়িয়ে থাকা বাসে কেউ আগুন না দিলে মাঝরাতে সেটি পুড়ে যাওয়ার কোনো কারণ নেই।
ঢাকা/পলাশ/রফিক