নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে। নির্বাচন হবে আমরা আশাবাদী, মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। তবে, আমরা নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি।” 

আরো পড়ুন:

হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুর

নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী ফোরলেন সড়কে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “গণঅভ্যুত্থানের শক্তিসমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে, জামায়াত যদি সরকারকে দুর্বল করে, আমরা যদি সবাই মিলে নগ্ন সমালোচনা করে সরকারকে নাস্তানাবুধ করি; তাহলে সামনে সবার জন্যই শনির দশা অপেক্ষা করছে। স্থান-কাল, পাত্র ভেবে আমাদের ভূমিকা নেওয়া উচিত। কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা যায়, কীভাবে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের একটা ব্যবস্থা করা যায়, আমাদের সকল রাজনৈতিক দলকে সেই দিকে মনযোগ দেওয়া উচিত।” 

তিনি বলেন, “কিছুদিন আগে আমার ওপরে হওয়া হামলাটি ছিল টেষ্ট কেস। যারা হামলা চালিয়েছে, তারা ক্ষমতা দখলের জন্য হামলা চালিয়েছিল, দেশে  নৈরাজ্য তৈরির জন্য হামলা চালিয়েছিল। তারা যখন দেখেছে, হামলার জবাবে সব রাজনৈতিক দল একবিন্দুতে এসে দাঁড়িয়েছে, হামলার বিচারের দাবিতে সবাই একই সুরে কথা বলেছে তখন তারা পেছনে সরে গেছে। তারা হামলা করে দেখতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে কিনা।” 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো.

শহিদুল ইসলাম ফাহিম, রবিউল হাসান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল ও পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু।

ঢাকা/ইমরান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র ল হক ন র র জন ত ক র জন য

এছাড়াও পড়ুন:

গণঅধিকার পরিষদের রূপগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদ (জিওপি) -এ রাসেল আহম্মেদ (নয়ন)-কে আহ্বায়ক ও শেখ তরিকুল ইসলাম (তমাল)-কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট রূপগঞ্জ উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জিওপি-এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

কমিটির অন্যান্যরা হলেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম মিয়া, রুহুল আমিন ভূঁইয়া (লিটন), প্রফেসর রবিউল্লাহ, আবুল কালাম আল হাদি, আল-আমিন মোল্লা, যুগ্ম সদস্য সচিব ইউসুফ মাওলানা (সুজন), হাসান বাবুল, হারুন খান, শাহিন ওসমান দোহা, মিরাজ আহম্মেদ, রবিউল মোবারক, দুদু মিয়া, কার্যকরী সদস্য মোরশেদ আলম (নয়ন), শাহ এমরান ফকির, কাউছার মিয়া, মোঃ হোছাইন মোল্লা, তানভীর মিয়া, মোঃ শহিদুল ইসলাম, নাহিদ মিয়া, ইসমাঈল হোসেন রুবেল, শহিদ রাজ, মোঃ গোফরান। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে এবং নবগঠিত এ কমিটিকে আগামী ১ মাসের মধ্যে রূপগঞ্জ উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশ প্রদান দেয়া হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • গণঅধিকার পরিষদের রূপগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা