নরসিংদীতে আদালত থেকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়েছেন এক আসামি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে জেলার আদালত চত্বরে এ ঘটনা ঘটে। রায়পুরা থানায় দায়ের করা একটি ডাকাতির প্রস্তুতি মামলার প্রধান আসামি তিনি।

ওই আসামির নাম সাগর (৩২)। তিনি রায়পুরা উপজেলার শ্রীরামপুর এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, ২০২৩ সালের ডাকাতির প্রস্তুতির একটি মামলার প্রধান আসামি সাগর। গত সোমবার রাতে রায়পুরা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বেলা দেড়টার দিকে তাঁকে নরসিংদী আদালতে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, গতকাল বিকেলে গ্রেপ্তার সাগরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন ইসলামের আদালতে তোলা হয়। এ সময় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে সন্ধ্যা ছয়টার দিকে অন্য আসামিদের সঙ্গে তাঁকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল। এ সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান সাগর।

আদালত পুলিশের পরিদর্শক (ওসি) সাইরুল ইসলাম জানান, এর আগে ওই মামলায় তিন দফায় জামিন পেয়েছিলেন সাগর। জামিনে গিয়ে হাজিরা দিতে আসতেন না। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এবার জামিনের আবেদনও করেননি তিনি, কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ তকড়

এছাড়াও পড়ুন:

ক্রাইস্টচার্চ টেস্ট: ১১ উইকেট পতনের দিনে এগিয়ে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চ টেস্টে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ৯৬ রানে এগিয়ে নিউজিল্যান্ড। ১১ উইকেট পতনের এই দিনে মাত্র দুই টেস্টের ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন কিউই পেসার জ্যাকব ডাফি। দ্বিতীয় দিন শেষেই ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে পড়ার কারণ ব্যাটিং ব্যর্থতা।

৭০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। আজ সকালের সেশনে মাত্র তিন বল টিকেছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৭০.৩ ওভারে ক্যারিবিয়ান পেসার জাস্টিন গ্রিভসের বলে জাক ফোকসের আউট হওয়ার মধ্য দিয়ে প্রথম ইনিংসে ২৩১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এরপর ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল আশা জাগানোর মতোই।

ব্যাটিং ব্যর্থতায় বেশিদূর এগোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ

সম্পর্কিত নিবন্ধ