ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘মহাভারত’খ্যাত এই তারকা। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন পঙ্কজ ধীর। যদিও এ রোগ শনাক্ত হওয়ার শুরুর দিকে ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হন। কয়েক মাস আগে ক্যানসার আবার ফিরে আসে, যার ফলে তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। তার বড় একটি অস্ত্রোপচারও হয়েছিল।”
আরো পড়ুন:
মা হতে যাচ্ছেন সোনাক্ষী?
তামান্নাকে নিয়ে আন্নু কাপুরের ‘অশ্লীল’ মন্তব্য
টেলিভিশন এবং চলচ্চিত্র দুটি ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় ছিলেন অভিনেতা পঙ্কজ। তার কণ্ঠস্বর, অভিনয় বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
বি.
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
‘চাঁদা না দেওয়ায়’ রাস্তা বন্ধ করলেন বিএনপির দুই নেতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে মানববন্ধনও হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. নুরুজ্জামান বেপারী ও আশিকুর রহমান। তাঁদের বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে। নুরুজ্জামান বেপারী নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আশিকুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী কমিটির সদস্য। লিখিত অভিযোগকারী স্বপন প্রধানের বাড়িও একই গ্রামে।
লিখিত অভিযোগে স্বপন প্রধান বলেন, ১৫ বছর ধরে নারায়ণপুর থেকে সারপাড় গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে আশপাশের গ্রামের মানুষ যাতায়াত করেন। গত শনিবার নুরুজ্জামান ও আশিকুর তাঁর গ্রামের মুন্সী বাড়ি ও প্রধানীয়া বাড়ির লোকজনকে ডেকে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে অপারগতা জানালে ওই দুই নেতা নারায়ণপুর-সারপাড় সড়কে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে স্থানীয় লোকজন উপজেলা সদর ও আশপাশের এলাকায় যেতে পারছেন না। রাস্তার বেড়া সরাতে বললে হুমকিও দেওয়া হয়।
রাস্তা বন্ধ করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সারপাড় গ্রামে