ক্যানসারে মারা গেছেন ‘মহাভারত’ অভিনেতা
Published: 15th, October 2025 GMT
ভারতের সুপরিচিত অভিনেতা পঙ্কজ ধীর আর নেই । দীর্ঘ লড়াইয়ের পর বুধবার (১৫ অক্টোবর) শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী অমিত বহল ভারতীয় সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। আজ বিকেল সাড়ে চারটায় মুম্বাইয়ে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।
দূরদর্শনে ‘মহাভারত’
পঙ্কজ ধীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নস্টালজিয়ায় ভেসে যায় ভারতের বিনোদনজগৎ ও দর্শকেরা—যাঁরা তাঁকে চেনেন, আজও মনে রাখেন বি আর চোপড়ার ‘মহাভারত’-এর কর্ণ হিসেবে। ১৯৮৮ সালে দূরদর্শনে প্রচারিত বি আর চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকে কর্ণ চরিত্রে অভিনয় করে রাতারাতি ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন পঙ্কজ ধীর । সেই সময় ভারতের প্রতিটি রাজ্যে, প্রতি রোববার টেলিভিশনের সামনে মানুষ বসতেন ‘মহাভারত’-এর নতুন পর্ব দেখার জন্য। পর্দায় কর্ণ চরিত্রের আবেগ, দৃঢ়তা ও বেদনা জীবন্ত করে তুলেছিলেন তিনি। তাঁর ভরাট কণ্ঠ, শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি আর সংযত সংলাপ আজও বহু দর্শকের কানে বাজে। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন—বহু অভিনেতা এসেছেন-গেছেন, কিন্তু ‘মহাভারত’-এর কর্ণ হিসেবে পঙ্কজ ধীরই রয়ে গেছেন অবিস্মরণীয়।
অভিনয়জীবনের পাঁচ দশক
পঙ্কজ ধীরের অভিনয়জীবন প্রায় পাঁচ দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত। ‘মহাভারত’-এর বাইরে তিনি সমান দক্ষতায় কাজ করেছেন চলচ্চিত্র, টেলিভিশন ও ওয়েব সিরিজে। ‘সানম বেওয়াফা’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’, ‘আন্দাজ’, ‘জমিন’ ও ‘তুমকো না ভুল পায়েঙ্গে’—এসব সিনেমায় তাঁর দৃঢ় উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। তাঁর ভরাট কণ্ঠ ও অনায়াস অভিনয় তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে, বিশেষ করে তাঁর ‘স্ক্রিন প্রেজেন্স’-এর কারণে ।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাবসিডিয়ারি কোম্পানিতে মূলধন দেবে ব্যাংক এশিয়া
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সাবসিডিয়ারি কোম্পানি ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে ১২০ কোটি টাকার মূলধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ তার সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডকে মূলধন যোগানের অনুমোদন দিয়েছে। পরবর্তীতে, বাংলাদেশ ব্যাংক ১২০ কোটি টাকা মূলধন যোগানের অনুমোদন দিয়েছে।
ঢাকা/এনটি/ইভা