‘অবৈধ’ সম্পদের খোঁজ: সাবের হোসেন ও স্ত্রীর নামে মামলা করছে দুদক
Published: 16th, October 2025 GMT
জ্ঞাত আয়বহির্ভূত অর্থাৎ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা হোসেনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ের সময় বিষয়টি তুলে ধরেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
আরো পড়ুন:
দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
যশোরে সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান
তার দেওয়া তথ্য অনুযায়ী, বৈধ আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে; তাই সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা হোসেনের বিরুদ্ধে দুটি মামলায় অনুমোদন দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং অর্থপাচার প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে, জানান আক্তার হোসেন।
প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি সাবের হোসেন চৌধুরী ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত জানা আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকার বেশি সম্পদ অর্জন করেন এবং ২১টি ব্যাংক হিসাবে মোট ১২৪ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেন।
দ্বিতীয় মামলায় সাবের হোসেনের স্ত্রী রেহানা হোসেনের বিরুদ্ধে জানা আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৬ কোটি ৯৭ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে বলে দুদক জানিয়েছে।
রেহানা হোসেন ১৯৯৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনটি ব্যাংক হিসাবে মোট ১৫০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন। এই মামলায় সাবের হোসেনকেও আসামি করা হয়েছে।
সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালে তিনি প্রথম বার সবুজবাগ ও মতিঝিল থানা নিয়ে ঢাকা-৬ সংসদীয় আসন এবং পরবর্তীতে ২০০৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ সংসদীয় আসন থেকে টানা চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সাবের হোসেন চৌধুরী ১৯৯৯ সালে প্রথমে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার সদস্য হন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান।
প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে ২০১৪-২০১৭ সালে সাবের হোসেন জেনেভাভিত্তিক ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ২৮তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে পল্টন ও খিলগাঁও থানার ছয়টি মামলায় গ্রেপ্তার হন সাবের হোসেন। কয়েকদিন বাদে জামিনে মুক্ত হন তিনি। সম্প্রতি তার সঙ্গে কয়েকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতের খবর নিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম হয়।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অপর ধ ন কর ন মন ত র প রথম
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (০২ ডিসেম্বর ২০২৫)
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি আজ। বাংলাদেশ নারী ফুটবল দল ত্রিদেশীয় ফুটবলে মুখোমুখি হবে আজারবাইজানের। লা লিগায় মুখোমুখি বার্সেলোনা ও আতলেতিকো।
ক্রাইস্টচার্চ টেস্ট-১ম দিননিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১
বাংলাদেশ-আয়ারল্যান্ড
বেলা ২টা, টি স্পোর্টস ও নাগরিক
বাংলাদেশ-আজারবাইজান
সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস
সিলেট-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি
ময়মনসিংহ-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি
ঢাকা-খুলনা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি
রংপুর-চট্টগ্রাম
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি
স্পেন-নামিবিয়া
বেলা ১১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
ইংল্যান্ড-মালয়েশিয়া
সন্ধ্যা ৬-১৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
ভারত-সুইজারল্যান্ড
রাত ৮-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফুলহাম-ম্যান সিটি
রাত ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বোর্নমাউথ-এভারটন
রাত ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২
বার্সেলোনা-আতলেতিকো
রাত ২টা, বিগিন অ্যাপ