বিশ্রামের দিনে চেনা ডেরায় নতুন পরিচয়ে স্যামি
Published: 16th, October 2025 GMT
বিমানবন্দরে ফুল হাতে নিয়ে চেনা এক নিরাপত্তা কর্মকর্তাকে ড্যারেন স্যামি বলেন, ‘‘আমি তো এখানে নতুন নই। খুব পরিচিত। খুব বিখ্যাত।’’ ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়কের মুখে হাসি থামে না। কেননা বাংলাদেশ তার কাছে খুব আপন, বেশ পরিচিত।
মিরপুর স্টেডিয়াম অনেকটাই তার নখদর্পনে। দেশের জার্সিতে খেলেছেন। বিপিএলে খেলেছেন, অধিনায়কত্ব করেছেন। উল্লাস, উৎসব, উন্মাতাল সময় কাটিয়েছেন। শুধু জাতীয় দলের ক্রিকেটার নয়, স্থানীয় ক্রিকেটার, কর্মকর্তা, পুরোনো মাঠ কর্মীদের সঙ্গেও তার সখ্যতা রয়েছে।
আরো পড়ুন:
হিলির সেঞ্চুরিতে বাংলাদেশকে ১০ উইকেটে হারাল অস্ট্রেলিয়া
অভিজ্ঞতায় সৌম্য দলে, মাহিদুলকে নিয়ে ২০২৭ বিশ্বকাপের ভাবনা
গতকাল রাতে বাংলাদেশে পা রেখে আজ তার বিশ্রামে থাকার কথা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ বিশ্রামে থাকলেন কই। দুপুরের পরপর দুই ক্রিকেটারকে নিয়ে চলে এলেন মিরপুরে। ব্রেন্ডন কিং ও আথানেজ অনুশীলন করেছেন। স্যামি শিষ্যদের অনুশীলনের পাশাপাশি মিরপুরের উইকেট নিয়ে খোঁজ খবর নিয়েছেন।
মাঠ ও উইকেট প্রস্তুতের দায়িত্বে থাকা টনি হেমিংয়ের সঙ্গে লম্বা সময় কথা বলতে দেখা যায় তাকে। একাডেমি মাঠে অনুশীলনের পাশাপাশি মিরপুরের ২২ গজও দেখেছেন তিনি। বোঝার চেষ্টা করেছেন শনিবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের উইকেট কেমন হতে পারে।
কোচ স্যামি এবারই প্রথম বাংলাদেশে এলেন। হৃদয়ের খুব কাছে বাংলাদেশ ও বাংলাদেশের ক্রিকেটাররা তার। এবার নতুন পরিচয়েই ব-দ্বীপের দেশটিকে হারাতে হবে।
দুই দলের জন্যই এই সিরিজটি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিতে এই সিরিজের রেটিং পয়েন্ট বেশ কাজে আসবে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে পাঠল বিএসএফ
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৩০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। বর্ডার গার্ড বিজিবি তাদের আটক করেছে।
বিজিবি সূত্রে জানায়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে, দেশটির পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন তারা। ঠেলে পাঠানোদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
আরো পড়ুন:
ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি
উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল বলেন, “আইনি প্রক্রিয়া শেষে ঠেলে পাঠানো বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”
ঢাকা/ফারুক/মাসুদ