বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার ‘মিস্টারবিস্ট’। যার আসল নাম জিমি ডোনাল্ডসন। সম্প্রতি তিনি এমন একটি ছবি প্রকাশ করেছেন যা দেখে বলিউডপ্রেমীরা রীতিমতো উচ্ছ্বসিত। শুক্রবার ভোরে সৌদি আরবের রিয়াদের এক তারকাখচিত আয়োজনে তিনি পোজ দিয়েছেন শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের সঙ্গে—এক ফ্রেমে তিন খানকে দেখা যেমন বিরল ঘটনা, এর সঙ্গে মিস্টারবিস্টের মতো জনপ্রিয় কেউ যোগ দিলে এ নিয়ে আলোচনা না হয়ে কি পারে?

আমির খান, সালমান খান ও শাহরুখ খান। এএনআই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বদভ্যাস দূর করার কয়েকটি উপায়

সব মানুষেরেই কম-বেশি বদভ্যাস আছে। সেটা হতে পারে নখ কামড়ানো, দেরিতে ঘুমানো, মুখে হাত দিয়ে বসা, চেয়ারে বসে পা দোলানো ইত্যাদি। বদভ্যাসকে ভালো অভ্যাসে রূপান্তর করা যায়। তার আগে জানা দরকার এসব অভ্যাস আসলে কীভাবে কাজ করে।

বদভ্যাসকে ভালো অভ্যাসে রূপান্তর করার তিন ধাপ

আরো পড়ুন:

গিটারের সুরে বেঁচে থাকা এক কিংবদন্তি আইয়ুব বাচ্চু

যেসব দেশে জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ

অভ্যাসের প্রথম ধাপ হচ্ছে সংকেত। সংকেত পাওয়ার পরেই অভ্যাসটি আপনার মধ্যে জাগ্রত হবে।সংকেত পাওয়ার পরে আমাদের অভ্যাসগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়।

দ্বিতীয় ধাপ হচ্ছে রুটিন। এই ধাপে রুটিনের সময় আমরা স্বয়ংক্রিয় মোডে চলে যাই। আমাদের মস্তিষ্ক তখন সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এর মধ্য দিয়ে আপনি আপনার অভ্যাসের কাজটি সম্পন্ন করবেন।

তৃতীয় ধাপে আছে পুরস্কার। এই ধাপে অভ্যাসটি সম্পন্ন করে আপনি কিছু না কিছু পেয়ে থাকেন। সেটা হতে পারে আনন্দ। পুরস্কারটা ভালো না মন্দ, সেই বিচার করার ক্ষমতাও যায়। এভাবে অভ্যাসের চক্রটি পুনরাবৃত্ত হতে থাকে।

মনোবিদদের পরামর্শ—
এক. বদ অভ্যাসটি সম্পন্ন করার প্রক্রিয়াটিকে জটিল করে তুলুন। 

দুই. বাজে অভ্যাসগুলোকে অনাকর্ষণীয় ও অস্পষ্ট করে তুলুন।

তিন. খারাপ অভ্যাস যেন আপনাকে তৃপ্তি না দেয়, সেদিকে খেয়াল রাখুন। 

চার. খারাপ অভ্যাসের সংকেতগুলোকে ত্যাগ করুন।

প্রথমে আপনার খারাপ অভ্যাসগুলো কখন শুরু হয়, সেটা খেয়াল করুন। ধরুন আপনার নখ কামড়ানোর অভ্যাস আছে, যা আপনাকে একধরনের শারীরিক উদ্দীপনা জোগায়। সেগুলো কখন হয়, লক্ষ রাখুন। তখন কি আপনি নার্ভাস বা বিরক্ত থাকেন? এ ক্ষেত্রে এই সময়গুলোতে সংকেত পাওয়ার আগেই অভ্যাসটা প্রতিরোধ করতে হবে।

যেমন আপনার হাত মুখে যাওয়ার আগেই পকেটে ঢুকিয়ে ফেলুন। তারপর বিকল্প একটা কিছু খুঁজুন, যা দ্রুত শারীরিক উদ্দীপনা প্রদান করে। 

সূত্র: অ্যাসাপ সায়েন্স 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ