একটাই খেলা, ক্রিকেট। অথচ কতভাবে যে খেলা যায় সেটা, কতভাবে যে খেলা হচ্ছে! এখন আন্তর্জাতিক ক্রিকেটেরই আছে তিনটি সংস্করণ—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। এর সঙ্গে খেলা হচ্ছে ১০ ওভারের টি-টেন, ১০০ বলের দ্য হানড্রেড, সিক্স আ সাইড ক্রিকেটও। পৃথিবীর আর কোনো খেলার এতগুলো সংস্করণ আছে কি না, সেটাও গবেষণার বিষয় হতে পারে।

এসবের সঙ্গে এবার যোগ হচ্ছে টেস্ট টোয়েন্টি নামের নতুন এক সংস্করণ। নতুন এ সংস্করণের ধারণা নিয়ে এসেছেন ক্রীড়া উদ্যোক্তা ও দ্য ওয়ান ওয়ান সিক্স নেটওয়ার্কের নির্বাহী চেয়ারম্যান গৌরব বহিরবানি।

তাঁর এই উদ্যোগের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন ক্রিকেটের চার কিংবদন্তি—ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক স্যার ক্লাইভ লয়েড, অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন, ভারতের সাবেক স্পিনার হরভজন সিং ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এই চারজনই আছেন এই প্রকল্পের উপদেষ্টা পরিষদে।

টেস্ট টোয়েন্টি কী

এটি মূলত টেস্ট আর টি-টোয়েন্টির মিশ্রণ। ১৩ থেকে ১৯ বছর বয়সী তরুণ ক্রিকেটারদের জন্য বানানো হয়েছে টেস্ট টোয়েন্টি। এখানে ২০ ওভারের দুটি করে ইনিংস খেলবে প্রতিটি দল। সাদা পোশাকে, লাল বলে, এক দিনেই শেষ হবে ম্যাচ। অর্থাৎ প্রতিটি ম্যাচ হবে ৮০ ওভারের। টেস্টের মতো এখানেও প্রথম ইনিংসের স্কোর যোগ হবে দ্বিতীয় ইনিংসে। ফল হতে পারে জয়, হার, টাই কিংবা ড্র।

নতুন কী আইনকানুন

১.

পাওয়ারপ্লে
প্রতিটি দল একটি মাত্র পাওয়ারপ্লে নিতে পারবে, প্রথম বা দ্বিতীয় ইনিংস—যখন খুশি। ৪ ওভার স্থায়ী এই পাওয়ারপ্লেতে ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবে মাত্র দুই ফিল্ডার। যদি দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারের মধ্যে অধিনায়ক পাওয়ারপ্লে কখন নেবেন সেই সিদ্ধান্ত না জানান, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সপ্তম থেকে দশম ওভার পর্যন্ত চলবে পাওয়ারপ্লে।

২. ফলোঅন
প্রথম ইনিংস শেষে যদি পরে ব্যাট করা দল ৭৫ বা এর বেশি রানে পিছিয়ে থাকে, আগে ব্যাট করা দলের অধিনায়ক ফলোঅন করাতে পারবেন। সে ক্ষেত্রে পরে ব্যাট করা দলটিকে সঙ্গে সঙ্গেই আবার ব্যাটিংয়ে নামতে হবে।

৩. আর্লি কলাপ্স ক্লজ
যদি কোনো দল প্রথম ইনিংসে ১০ ওভারের আগে অলআউট হয়, তবে তাদের অব্যবহৃত ওভারের মধ্য থেকে ৩ ওভার যোগ হবে প্রতিপক্ষের ইনিংসে। যেমন, দল ‘এ’ যদি ৭ ওভারে গুটিয়ে যায়, তবে দল ‘বি’ প্রথম ইনিংসে খেলবে ২৩ ওভার (২০+৩)।

৪. বোলিং বণ্টন
পুরো ম্যাচে সর্বোচ্চ পাঁচজন বোলার ব্যবহার করা যাবে। প্রত্যেক বোলার দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ৮ ওভার বল করতে পারবেন। এক ইনিংসে ৬ ওভার, অন্য ইনিংসে ২ ওভার—যেভাবেই ভাগ করা হোক, মোট ৮ ওভারের বেশি নয়।

৫. ওয়াইড ও নো বল
টি–টোয়েন্টির নিয়মই প্রযোজ্য থাকবে। প্রতিটি ওয়াইড ও নো বলে এক রান এবং অতিরিক্ত বল। ফ্রন্টফুট নো বল মানেই ‘ফ্রি হিট’। এক ওভারে যদি কোনো বোলার ৩ বা তার বেশি ওয়াইড/নো বল করেন, তবে অতিরিক্ত ৩ রান পেনাল্টি পাবে প্রতিপক্ষ। তবে দ্বিতীয় ইনিংসে আম্পায়াররা নিজেদের বিবেচনা প্রয়োগ করতে পারেন। যদি কোনো ব্যাটসম্যান ইচ্ছা করে ক্রিজ ছেড়ে সরে যান, তাহলে সেই ডেলিভারিকে আম্পায়ার ‘ওয়াইড’ না–ও দিতে পারেন।

৬. শর্তসাপেক্ষ ড্র
চতুর্থ ইনিংসে ব্যাটিং করা দলের যদি পাঁচের কম উইকেট পড়ে, তারা চাইলে ম্যাচটি ‘ড্র’ করার সিদ্ধান্ত নিতে পারে। তবে পঞ্চম উইকেট পড়ার সঙ্গে সঙ্গে সেই সুযোগ হারাবে—তখন ফল হবে শুধু জয় বা পরাজয়, রানের যোগফল অনুযায়ী। আবহাওয়ার কারণে খেলা অসম্পূর্ণ থেকে গেলে ম্যাচ ড্র ঘোষণা করা হবে। টাই হলে সুপার ওভারে খেলা গড়াবে। এক ওভারের সেই খেলায়ও ফল না পাওয়া গেলে দুই ইনিংস মিলিয়ে বাউন্ডারি মারায় যে দল এগিয়ে তারা জিতবে।

আন্তর্জাতিক ক্রিকেটাররা কি এই সংস্করণ খেলবেন?

আপাতত এর উত্তর হলো—না। এই সংস্করণটি শুধু ১৩ থেকে ১৯ বছর বয়সী যুব ক্রিকেটারদের জন্য।

এসব টুর্নামেন্টে দেখা যেতে পারে সূর্যবংশীদের

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম ইন স স করণ

এছাড়াও পড়ুন:

গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে পাঠল বিএসএফ

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৩০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। বর্ডার গার্ড বিজিবি তাদের আটক করেছে।

বিজিবি সূত্রে জানায়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে, দেশটির পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন  তারা। ঠেলে পাঠানোদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

আরো পড়ুন:

ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল বলেন, “আইনি প্রক্রিয়া শেষে ঠেলে পাঠানো বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/ফারুক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ