ভিন্নমতগুলো ছাড়াই জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর হলে সবচেয়ে ভালো হতো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর হলেও তাতে সংকট থেকে গেছে। পাশাপাশি এটি বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়ে গেছে বলেও মনে করেন এই জামায়াত নেতা।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫-এর স্বাক্ষর অনুষ্ঠান শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সনদে স্বাক্ষর করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘আজকে সিগনেচার সেরিমনিটা (সনদ সই অনুষ্ঠান) একটা সুন্দর সমাপ্তির জন্য হয়েছে। কিন্তু ঐকমত্য কমিশনে যে ৮৪টি ধারায় আমরা একমত হয়েছি, কেউ কেউ নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে। সবচেয়ে ভালো হতো নোট অব ডিসেন্ট ছাড়াই যদি স্বাক্ষর হতো।’

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের কোনো সংশয় আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলটির এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা বলেছি, আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি যদি না দেন, তাহলে এই সনদটা, বিপ্লবের স্পিরিট (চেতনা), ঐকমত্যে পৌঁছানোর উদ্দেশ্যটা ব্যাহত হবে এবং অনিশ্চিত হয়ে পড়বে। এ জন্য আমরা আইনি ভিত্তির জন্য আগেও বলেছি। একটা আদেশ জারি করতে হবে এবং গণভোটের মাধ্যমে এটা টেকসই করতে হবে।’

এর আগে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হন ২৫টি রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পাটি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, গণ অধিকার পরিষদ (জিওপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, বাংলাদেশ এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, জাকের পার্টি, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট এবং আমজনতার দলের নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করেনি। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ সনদে স্বাক্ষর করেনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ল ই সনদ ইসল ম

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৩ ডিসেম্বর ২০২৫)

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে আজ। লা লিগায় রাতে বিলবাওয়ের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও।

ক্রাইস্টচার্চ টেস্ট-২য় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

ময়মনসিংহ-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

ঢাকা-খুলনা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

২য় ওয়ানডে

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ২টা, টি স্পোর্টস

লা লিগা

বিলবাও-রিয়াল মাদ্রিদ
রাত ১২টা, বিগিন অ্যাপ

ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনাল-ব্রেন্টফোর্ড
রাত ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

সম্পর্কিত নিবন্ধ

  • বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস
  • পিএসসির প্রশাসনিক কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৫৯০
  • প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে ওয়াইম্যাক্স ইলেকট্রোড
  • ফাঁকা বুলির রাষ্ট্র সংস্কারের প্রশ্ন আসছে কেন
  • ৩ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
  • টি–টোয়েন্টিতে কেমন গেল বাংলাদেশের ২০২৫ সাল
  • আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (০৪ ডিসেম্বর ২০২৫)
  • বিইউপিতে এমডিএস-প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির সুযোগ
  • আজ টিভিতে যা দেখবেন (৩ ডিসেম্বর ২০২৫)