Prothomalo:
2025-12-03@04:35:02 GMT

বৃষ্টিভেজা সন্ধ্যায় ‘ডাকঘর’

Published: 18th, October 2025 GMT

বিকেল থেকে বৃষ্টি, ছুটির দিনেও সন্ধ্যায় ঢাকার রাজপথে যানজট! তবু শিল্পকলার স্টুডিও থিয়েটার মিলনায়তনে দর্শকদের আগমন থামেনি। কারণ, তাঁরা এসেছিলেন এক বিশেষ সন্ধ্যার সাক্ষী হতে—পালাকারের প্রযোজনা ‘ডাকঘর’-এর শততম মঞ্চায়ন দেখতে।
এক যুগের বেশি সময় পর মঞ্চে ফিরেছে দলটির বহুল প্রশংসিত এই প্রযোজনা। বিকেল ও সন্ধ্যায় দুটি প্রদর্শনীতেই ছিল দর্শকের উল্লেখযোগ্য উপস্থিতি। অভিনয় শেষে করতালির ধ্বনিতে মুখর ছিল পুরো মিলনায়তন।

২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে পালাকার ধারাবাহিকভাবে মঞ্চে এনেছে নানা ধ্রুপদি ও সমকালীন প্রযোজনা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর, সেই যাত্রার এক উজ্জ্বল অধ্যায়। শততম প্রদর্শনীর আগে ১৬ অক্টোবর সন্ধ্যায় হয়েছে ৯৮তম মঞ্চায়ন, পরদিন বিকেলে ৯৯তম এবং গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো শততম প্রদর্শনী, যা পালাকারের জন্য হয়ে ওঠে এক আবেগঘন আয়োজন। দলের প্রযোজনা পরিকল্পনা, আলো ও সংগীতায়োজনে একসঙ্গে অংশ নেন পুরোনো ও নতুন সদস্যরা। সন্ধ্যাটা পরিণত হয় এক প্রজন্মের নাট্যকর্মীদের পুনর্মিলন ও উদ্‌যাপনে।

‘ডাকঘর’ নাটকের দৃশ্য.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সন ধ য য় ড কঘর

এছাড়াও পড়ুন:

সাবসিডিয়ারি কোম্পানিতে মূলধন দেবে ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সাবসিডিয়ারি কোম্পানি ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে ১২০ কোটি টাকার মূলধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ তার সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডকে মূলধন যোগানের অনুমোদন দিয়েছে। পরবর্তীতে, বাংলাদেশ ব্যাংক ১২০ কোটি টাকা মূলধন যোগানের অনুমোদন দিয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ