পদ্মার পাড়ে ইলিশের ‘অস্থায়ী হাট’, কেউ কিনছেন জোড়া ধরে, কেউ কিনছেন ‘ঠিকা’
Published: 18th, October 2025 GMT
পদ্মার তীরে জেলেদের নোঙর করা কয়েকটি নৌকা। মাঝনদী থেকে আসা জেলেদের এসব নৌকা পাড়ে ভিড়তেই ক্রেতাদের হাঁকডাক। কেউ বলছেন ইলিশের কেজি কত? কেউ বলছেন জোড়া কত? আবার কেউ জানতে চাইছেন থালায় যা আছে ‘ঠিকা’ কত? এভাবেই দরদাম করে জেলেদের কাছ থেকে ব্যাগভরে ইলিশ কিনছেন ক্রেতারা।
এ চিত্র গতকাল শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীবেষ্টিত বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকার। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকাশ্যে অস্থায়ী হাট বসিয়ে ইলিশ কেনাবেচা হচ্ছে। এ ছাড়া নদীবেষ্টিত বন্দরখোলা, মাদবরেরচর, চরজানাজাত ও কাঁঠালবাড়ি ইউনিয়নের অন্তত আরও চারটি এলাকায় এভাবে ইলিশ কেনাবেচা হচ্ছে।
শিবচর উপজেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কাজিরসূরা এলাকা। এখানে ইলিশ কিনতে এসেছেন ব্যবসায়ী দেলোয়ার সাঈদ। জানতে চাইলে তিনি বলেন, ‘বাজারে তো ইলিশ পাওয়া যাচ্ছে না। নিষেধাজ্ঞার সময় পদ্মার পাড়ে তাজা ইলিশ কম দামে পাওয়া যায়। তাই এখানে আসছি। এখানে ছোট-বড় সব ধরনের ইলিশ আছে। আমার মতো এখানে অনেকেই ঠিকায় মাছ কিনছে।’
মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ক্রয়, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার। কর্মসূচি বাস্তবায়নে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নিচ্ছে। তবে এর মধ্যেই অবৈধভাবে পদ্মায় ইলিশ শিকার চলছে।
সরকারি নিষেধাজ্ঞার পরও ইলিশ কেনার বিষয়ে ব্যবসায়ী দেলোয়ার সাঈদ বলেন, ‘এত আইন দিয়ে তো কেউ আর চলে না। আমরা আগেও এখানে আসছি, ইলিশ কিনে চলে গেছি। কেউ তো কিছু বলে নাই। তাহলে এখন আপনারা এসব বলছেন কেন?’
পদ্মার তীরে জেলেদের নৌকা পাড়ে ভিড়তেই ক্রেতাদের হাঁকডাক শুরু হয়ে যায়। গতকাল শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পদ ম র
এছাড়াও পড়ুন:
ক্রাইস্টচার্চ টেস্ট: ১১ উইকেট পতনের দিনে এগিয়ে নিউজিল্যান্ড
ক্রাইস্টচার্চ টেস্টে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ৯৬ রানে এগিয়ে নিউজিল্যান্ড। ১১ উইকেট পতনের এই দিনে মাত্র দুই টেস্টের ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন কিউই পেসার জ্যাকব ডাফি। দ্বিতীয় দিন শেষেই ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে পড়ার কারণ ব্যাটিং ব্যর্থতা।
৭০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। আজ সকালের সেশনে মাত্র তিন বল টিকেছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৭০.৩ ওভারে ক্যারিবিয়ান পেসার জাস্টিন গ্রিভসের বলে জাক ফোকসের আউট হওয়ার মধ্য দিয়ে প্রথম ইনিংসে ২৩১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এরপর ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল আশা জাগানোর মতোই।
ব্যাটিং ব্যর্থতায় বেশিদূর এগোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ