ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে একজন পেসার, তিনজন স্পিনার ও সাতজন ব্যাটসম্যান রয়েছে। এই ম্যাচে অভিষেক হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের।

আরো পড়ুন:

পাকিস্তানি হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত, সিরিজ থেকে সরে দাঁড়ালো আফগানিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল ৫ বোলার

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সোনারগাঁও ইউনিভার্সিটির সমাবর্তন ২৮ ডিসেম্বর

দেশের অন্যতম সেরা বেসরকারি বিদ্যাপীঠ সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন আয়োজনের অনুমোদন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় দ্বিতীয় সমাবর্তনের সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে। 

এবারের সমাবর্তন হবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। স্প্রিং-২০২১ থেকে সামার-২০২৫ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন, এমন শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, তাদেরকে ১০ ডিসেম্বরের মধ্যে সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন ফি নির্ধারিত হয়েছে ৮ হাজার টাকা। একাধিক ডিগ্রি অর্জনকারীদের প্রতিটি অতিরিক্ত প্রোগ্রামের জন্য ২ হাজার টাকা এবং অভিভাবকপ্রতি ২ হাজার টাকা (সর্বোচ্চ দুজন) ফি দিতে হবে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে লগইন করে 2nd Convocation → Apply Convocation অপশন থেকে রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশন ফি বিকাশ ও রকেটের মাধ্যমে নির্ধারিত নম্বরে দিতে হবে। পেমেন্টের ‘Reference’ ঘরে শিক্ষার্থীর নাম ও আইডি নম্বর লিখতে হবে। নেক্সাস পে’র মাধ্যমে প্রদত্ত পেমেন্ট গ্রহণযোগ্য নয়।

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ