চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নে থেকে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন আপন ভাই। আর আরেকজন এক ভাইয়ের শ্বশুর। তাঁরা হলেন একই এলাকার মোহাম্মদ হাবিবের ছেলে মো.

রানা (২৬) ও মো. সাকিবুল ইসলাম (২২) । আর একই এলাকার অলি আহমদের ছেলে জহির আহাম্মদ (৫২)। জহির আহাম্মদ সম্পর্কে সাকিবুলের শ্বশুর।

আজ বুধবার দুপুরে জেলা পুলিশ এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। নগরের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। পুলিশ জানায় অভিযানে, গ্রেপ্তার ব্যক্তিদের থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি করে পাওয়া গেছে। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

রাউজানের নোয়াপাড়ায় অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনা প্রথম নয়। এর আগে চলতি মাসের ৭ নভেম্বর একই ইউনিয়নের চৌধুরীহাট বাজারসংলগ্ন আইয়ুব আলী সওদাগরের বাড়ির পেছনের পুকুর সেচে পুকুর সেচে একটি চায়নিজ রাইফেল, একটি শটগান ও সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব অস্ত্র-গুলি গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল।

সর্বশেষ গত সোমবার একই ইউনিয়নের পলোয়ান পাড়া গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, চারটি এলজি, একটি রাইফেল, ১১টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলম (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে বিদেশি পিস্তল, রাইফেল ও ৮টি গুলি পুকুর সেচে উদ্ধার করা হয়। আর বাকি অস্ত্র উদ্ধার হয় ঘরে লুকিয়ে রাখা অবস্থায়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ত র উদ ধ র

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন: কেন্দ্রীয় ও হল সংসদে ২৪৯ মনোনয়ন জমা, চলছে বাছাই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়ার সময়সীমা শেষ হয়েছে। কেন্দ্রীয় ও হল সংসদের মোট ২৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৯ নভেম্বর) ও বৃহস্পতিবার (২০ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রবিবার (২৩ নভেম্বর) প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন।

আরো পড়ুন:

জকসু: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ অনিকের সম্মানে পদ খালি রাখল ছাত্রশক্তি

জকসু: প্যানেল ঘোষণাতেই আচরণবিধি লঙ্ঘন শিবির-ছাত্রশক্তির

বুধবার (১৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের বিভিন্ন পদে ২১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর হল শিক্ষার্থী সংসদে জমা পড়েছে ৩৮টি মনোনয়ন।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ আঞ্জুমান আরা বলেন, “হল সংসদের মনোনয়ন যাচাই-বাছাই চলছে। জমা দেওয়া ৩৮টি ফরমের মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হতে পারে, কারণ তার নাম ভোটার তালিকায় নেই। প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আগামী রবিবার (২৩ নভেম্বর)।”

জকসুর তফসিল অনুযায়ী, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৭ নভেম্বর ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, ১৮ নভেম্বর ছিল সংগ্রহ করা ফরম দাখিলের শেষ দিন।

১৯–২০ নভেম্বর বাছাই শেষে ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৭ ও ৩০ নভেম্বর ডোপ টেস্ট, ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ৯ ডিসেম্বর প্রত্যাহার তালিকা প্রকাশ, ৯–১৯ ডিসেম্বর প্রচারণা শেষে ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে। গণনা শেষে ২২–২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ