হঠাৎ খুলনা যাচ্ছেন চিত্রনায়িকা পপি!
Published: 19th, November 2025 GMT
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নায়িকার বড় চাচা কবির হোসেন বুধবার (১৯ নভেম্বর) সকালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ আসর খুলনার শিববাড়ি জমিদার বাড়ি মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পপি নিজেই।
আরো পড়ুন:
বিশ্বমঞ্চে ‘বাংলার রানি’ মিথিলা
মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া
চাচার মৃত্যুর সংবাদ জানিয়ে পপি বলেন, “আমার চাচার জন্য সবাই দোয়া করবেন। তবে বলতে চাই, তার কাছে আমি একটি জমি কিনেছিলাম। কিন্তু তার স্ত্রী ও মেয়ের জামাইয়ের কারণে এখনো সেই জমি ভোগ করতে পারছি না। বিভিন্নভাবে তারা আমাকে হেনস্তা করছেন। জমির বিষয়েই আমি খুলনা যাচ্ছি।”
দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে আছেন পপি। এ নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।
কিছুদিন আগেই ওমরাহ হজ পালন করে দেশে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন: কেন্দ্রীয় ও হল সংসদে ২৪৯ মনোনয়ন জমা, চলছে বাছাই
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়ার সময়সীমা শেষ হয়েছে। কেন্দ্রীয় ও হল সংসদের মোট ২৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (১৯ নভেম্বর) ও বৃহস্পতিবার (২০ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রবিবার (২৩ নভেম্বর) প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন।
আরো পড়ুন:
জকসু: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ অনিকের সম্মানে পদ খালি রাখল ছাত্রশক্তি
জকসু: প্যানেল ঘোষণাতেই আচরণবিধি লঙ্ঘন শিবির-ছাত্রশক্তির
বুধবার (১৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের বিভিন্ন পদে ২১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর হল শিক্ষার্থী সংসদে জমা পড়েছে ৩৮টি মনোনয়ন।
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ আঞ্জুমান আরা বলেন, “হল সংসদের মনোনয়ন যাচাই-বাছাই চলছে। জমা দেওয়া ৩৮টি ফরমের মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হতে পারে, কারণ তার নাম ভোটার তালিকায় নেই। প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আগামী রবিবার (২৩ নভেম্বর)।”
জকসুর তফসিল অনুযায়ী, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৭ নভেম্বর ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, ১৮ নভেম্বর ছিল সংগ্রহ করা ফরম দাখিলের শেষ দিন।
১৯–২০ নভেম্বর বাছাই শেষে ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৭ ও ৩০ নভেম্বর ডোপ টেস্ট, ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ৯ ডিসেম্বর প্রত্যাহার তালিকা প্রকাশ, ৯–১৯ ডিসেম্বর প্রচারণা শেষে ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে। গণনা শেষে ২২–২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
ঢাকা/লিমন/মেহেদী