আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির তালেবান শাসকদের প্রতি কড়া বার্তা দিয়েছেন। তিনি আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো ‘প্রক্সি সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদ শহরে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে পাসিং-আউট প্যারেডে বক্তৃতা দিচ্ছিলেন। এ সময় সেনাপ্রধান মুনির আফগানিস্তানের জনগণের প্রতি ‘সহিংসতার পরিবর্তে পারস্পরিক শান্তি ও নিরাপত্তার’ পথ বেছে নেওয়ার আহ্বান জানান।

১৫২তম পিএমএ লং কোর্স, ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স এবং ২৬তম লেডি ক্যাডেট কোর্সের পাসিং-আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি বলেন, কাবুলের তালেবান সরকারকে অবশ্যই তার ভূমি থেকে পরিচালিত এবং পাকিস্তানে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত জঙ্গিদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

সেনাপ্রধানের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন কয়েক দিনের তীব্র লড়াইয়ের পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং আজ তার মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। কয়েক দিনের সংঘাতে কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত আহত হয়েছেন।

স্নাতক ক্যাডেটদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফিল্ড মার্শাল মুনির দেশ সৃষ্টির পর থেকে পাকিস্তানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সীমান্ত রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনী জাতির পূর্ণ সমর্থন নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিচল সংকল্প, দৃঢ় বিশ্বাস ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে।

‘পবিত্র ভূমির এক ইঞ্চিও ছাড়ব না’

ভারতের সঙ্গে সংঘাতে কথা উল্লেখ করে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কৌশলগত অন্ধত্ব এবং ভুল পথে পরিচালিত আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা থাকা শত্রুর বিরুদ্ধে পাকিস্তান আবারও বিজয়ী হয়েছে।

মে মাসের সামরিক অভিযানের কথা উল্লেখ করে আসিম মুনির বলেন, ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও যোগ্যতার প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করেছে।

ফিল্ড মার্শাল মুনির আরও বলেন, সশস্ত্র বাহিনী অসাধারণ পেশাদারত্বের সঙ্গে সব হুমকিকে নিষ্ক্রিয় করেছে। যেমন—রাফালের মতো উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করেছে, এস–৪০০-এর মতো একাধিক ঘাঁটিকে লক্ষ্য করে এবং বহুমাত্রিক যুদ্ধের সক্ষমতা দেখিয়েছে।’

ফিল্ড মার্শাল মুনির ভারতের দোষারোপ করার, নিরপেক্ষ তদন্ত এড়িয়ে যাওয়ার এবং ক্ষমতাসীন শাসনের স্বার্থান্বেষী উদ্দেশ্যে সন্ত্রাসবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সমালোচনা করেন।

আফগান তালেবানের সীমান্তচৌকিতে ড্রোন থেকে মর্টার ফেলা হচ্ছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সশস ত র ব হ ন আফগ ন

এছাড়াও পড়ুন:

ধানের শীষে ভোট দিতে জনসাধারনকে উদ্বুদ্ধ করতে হবে : ভিপি রাজিব

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি মাশুকুল ইসলাম রাজিব।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল তিনটায় ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার থেকে শুরু করে ৭ ও ৮নং ওয়ার্ডের দোকানদার, পথচারী, রিক্সা চালকসহ জনগণের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের ৩১ দফার লিফলেট ও ধানের শীষের প্রচারনায় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। 

লিফলেট ও প্রচারনা পূর্বে পথসভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে  দিতে হবে। 

নেতাকর্মীরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে প্রতিটি গ্রামের পাড়া মহল্লায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য জনসাধারনকে উদ্বুদ্ধ করতে হবে। 

বিএনপি ও তারেক রহমানের উপর আস্থা রাখার জন্য জনগনকে উদ্বুত্ব করে তাদের দোরগোড়ায় আমাদেরকে পৌছাতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি ফের সচল হবে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং একটি মানবিক রাষ্ট্রে পরিনত হবে।’

তিনি আরও বলেন বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির সরকার সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠা করে নারীদের শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করেছে।

আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি জনজনের ভোটে আগামীতে ক্ষমতায় আসলে দেশে সকল নারীদের সকল ধরনের সুযোগ করবেন।

এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং ফতুল্লা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি
  • ধানের শীষে ভোট দিতে জনসাধারনকে উদ্বুদ্ধ করতে হবে : ভিপি রাজিব
  • জুলাই সনদের ভূত–ভবিষ্যৎ
  • ওসমানী উদ্যানে আবার স্থাপনার পেছনে লক্ষ্য ‘টাকা কামানো’: বাপা
  • স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠন: রাষ্ট্র মেরামতের কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্যসেবা
  • পুতিনের সঙ্গে প্রথম বৈঠকে কী কথা হলো আল-শারার
  • সার না পেলে কৃষকদের ডিসি অফিস ঘেরাওয়ের পরামর্শ মির্জা ফখরুলের
  • সরকারকে সবাই ব্যস্ত রেখেছে যেন নির্বাচন না হয়: মির্জা ফখরুল
  • আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করব না: নাহিদ