আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (সদর ও দেবহাটা উপজেলা) আসনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আলিমকে দলের মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকরা। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মিলবজার এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। 

বিক্ষোভকারীরা আব্দুল আলিমকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেন। তারা বলেন, বিগত দিনে যখনই হামলা-মামলার শিকার হয়েছি, তখনই আলিম চেয়ারম্যান আমাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন। তাই, এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি আব্দুল আলিম। মনোনয়ন না দিলে   আরো বড় কর্মসূচি পালন করা হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক জিল্লুর রহমান, সম্পাদক মোহাম্মদ গনি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিবসহ অনেকে।

ঢাকা/শাহীন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র স

এছাড়াও পড়ুন:

আচরণবিধি ভাঙায় জরিমানা বাবরের

শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেট তারকা বাবর আজম। গত রোববার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল–১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে বাবরকে দোষী সাব্যস্ত করা হয়েছে—যা ‘আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের যন্ত্রপাতি কিংবা স্থাপনাগুলোর অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত’। এ ছাড়া বাবরের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটিই ছিল তাঁর প্রথম অপরাধ।

তৃতীয় ওয়ানডেতে বাবর শাস্তিযোগ্য অপরাধটি করেন পাকিস্তানের ইনিংসে ২১তম ওভারে। আউট হওয়ার পর ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। পরবর্তী সময়ে বাবর নিজের অপরাধ স্বীকার করেন এবং আইসিসি আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি আলী নকভির প্রস্তাবিত শাস্তিও মেনে নেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আরও পড়ুন৮০৭ দিন পর করা সেঞ্চুরিতে বাবরের যত রেকর্ড আর কীর্তি১৫ নভেম্বর ২০২৫

বাবরের বিরুদ্ধে অভিযোগটি আনেন অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রশিদ রিয়াজ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই ৮৩ ইনিংস ও ৮০৭ দিনের খরা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন বাবর আজম

সম্পর্কিত নিবন্ধ