রিশাদের হাত ধরে ঘুরে দাঁড়ানো জয়
Published: 18th, October 2025 GMT
সবই ছিল বিপক্ষে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ তো বটেই, ওয়ানডেতে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স, যে মাঠে দুই বছর পর ওয়ানডে খেলতে নামল বাংলাদেশ দল, সেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সর্বশেষ ওয়ানডে স্মৃতিও। ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০–তে সিরিজ হারের পর আজই আবার প্রথম মিরপুরে ওয়ানডে খেলল বাংলাদেশ এবং জিতল।
কাটা ঘাস ছিটানোর ‘বিজ্ঞান’ থেকে বেরিয়ে দীর্ঘদিন পর মিরপুরের উইকেট পুরোনো রূপে ফিরেছে। ঘাসবিহীন কালো মাটির উইকেটে বাংলাদেশ ২০৭ রান করে ফেলার পর সম্ভাব্য ফলাফলের আলোচনায় প্রেসবক্সে বাংলাদেশের ব্যালটেই ভোট পড়ল বেশি। ৫০ ওভার খেলতে না পারার ধারাবাহিকতা ধরে রেখে তারা ৪৯.
শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছে। রিশাদ হোসেনের লেগ স্পিনে বিভ্রান্ত ওয়েস্ট ইন্ডিজ ৯২ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। প্রথম পাঁচ ব্যাটসম্যানকেই ফিরিয়ে রিশাদই জয়ের ভীত গড়েছেন। ইনিংসের ৩৯তম ওভারের শেষ বলে জেইডেন সিলসকে গুগলিতে স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে রিশাদই দিয়েছেন ফিনিশিং টাচ। ৩৫ রানে ৬ উইকেট, ওয়ানডেতে এই প্রথম এক ম্যাচে ২ উইকেটের বেশি পেলেন রিশাদ। বাংলাদেশের স্পিনারদের মধ্যেও ওয়ানডেতে এটিই প্রথম ৬ উইকেট পাওয়ার রেকর্ডও গড়লেন। রিশাদের সৌজন্যেই ৭৪ রানের জয় দিয়ে শুরু হলো বাংলাদেশের সিরিজ।
জয়ের পর মাঠ ছাড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রিশাদের ঘূর্ণি আর মাঠের ভেতরে পাখি—বাংলাদেশের জয়ের ম্যাচের ১৫টি ভিন্নধর্মী ছবি
শামসুল হক