ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় নিহতের বন্ধুসহ দুজন রিমান্ডে

রাজধানীর হাইকোর্ট মোড় এলাকায় কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২) হত্যার ঘটনায় শাহবাগ থানার মামলায় মো. জরেজুল ইসলাম (৩৯) ও শামীমা আক্তারকে (৩৫) পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এই আদেশ দেন।

আজ সন্ধ্যায় আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামি মো. জরেজুল ইসলাম ও শামীমা আক্তার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। এ ছাড়া এই ঘটনায় অন্য কোনো অজ্ঞাতনামা আসামি জড়িত আছে কি না, ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য আসামিদের ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা  প্রয়োজন।

আসামি শামীমা আক্তারকে হাজির করার জন্য নিয়ে আসা হয়। ১৫ নভেম্বর

সম্পর্কিত নিবন্ধ