Risingbd:
2025-11-16@04:15:27 GMT

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

Published: 16th, November 2025 GMT

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। বর্তমানে ৯০ টাকার পেঁয়াজ এই বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মোকামে দাম কমায় এবং ভারত থেকে আমদানির খবরে পেঁয়াজের দাম কমেছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর হিলি বন্দর বাজার ঘুরে জানা যায়, তিনদিন আগে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৯০ টাকা কেজিতে। খুচরা বাজারে এই পণ্যটি বিক্রি হচ্ছিল ১০০ টাকা কেজি হিসেবে। বর্তমান দাম কমে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। খুচরা বিক্রি হচ্ছে তা ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে।  

আরো পড়ুন:

পেঁয়াজের দামে উদ্বেগ নেই, আমদানি প্রয়োজন হবে না: কৃষি উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের দামে সেঞ্চুরি

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল খালেক বলেন, “কয়েকদিন ধরে পেঁয়াজের দাম হুহু করে বাড়ছিল। আজ দাম অনেকটা কমের দিকে। পেঁয়াজের দাম ৫০ থেকে ৬০ টাকা কেজি হলে ভালো হত।

বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, “আমরা ৮৫ থেকে ৯০ টাকা কেজি পেঁয়াজ খুচরা বিক্রি করছি। ৮০ টাকা পাইকারি কিনা আছে।”

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, “তিনদিন আগে ৯০ টাকা কেজি দরে পাইকারি পেঁয়াজ বিক্রি করেছিলাম। এখন তা ৮০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি। বর্তমান মোকামে পেঁয়াজের দাম অনেকটা কমের দিকে। কম দামে পাচ্ছি, তাই কম দামে বিক্রি করছি। শুনছি, ভারত থেকে আবারো পেঁয়াজ আমদানি শুরু হবে। আমার মনে হয়, আমদানির খবরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।”

ঢাকা/মোসলেম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ৯০ ট ক দ ম কম ৮০ ট ক আমদ ন

এছাড়াও পড়ুন:

নিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে নতুন সুযোগ দিল

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কর্মঘণ্টা–সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হয়েছে। ৩ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হওয়া এই নিয়মে এখন থেকে শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবেন, যা আগে ছিল ২০ ঘণ্টা।

গত জুলাই মাসে ঘোষিত নিউজিল্যান্ড সরকারের ‘ইন্টারন্যাশনাল এডুকেশন গোয়িং ফর গ্রোথ প্ল্যান’ উদ্যোগের অংশ হিসেবে এই পরিবর্তন এসেছে। এই পরিকল্পনার লক্ষ্য দেশের আন্তর্জাতিক শিক্ষা খাতকে টেকসইভাবে সম্প্রসারণ করা এবং আরও বেশি বিদেশি শিক্ষার্থীকে আকৃষ্ট করা।

বাড়তি কর্মঘণ্টার সুযোগ

নতুন বিধি অনুযায়ী, বৈধ স্টুডেন্ট ভিসাধারী সব তৃতীয় ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী এখন থেকে সাপ্তাহিক ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবেন। এই পরিবর্তন ৩ নভেম্বর থেকে ইস্যুকৃত সব নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি ওই তারিখের আগে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রেও।

বর্তমানে যেসব শিক্ষার্থীর ভিসায় ২০ ঘণ্টা কাজের সীমা রয়েছে, তারা চাইলে ‘ভ্যারিয়েশন অব কন্ডিশনস’ বা নতুন ভিসার জন্য আবেদন করে এই বাড়তি সুযোগ নিতে পারবেন। তবে নির্ধারিত ছুটির সময় পূর্ণকালীন কাজের সুযোগ পূর্বের মতোই বহাল থাকবে।

আরও পড়ুনবিশ্বের দীর্ঘতম ১৩ ঘণ্টার পরীক্ষা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা যেভাবে দেয়২ ঘণ্টা আগেনিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখন থেকে প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবেন, যা আগে ছিল ২০ ঘণ্টা।

সম্পর্কিত নিবন্ধ