পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন ১৮ নভেম্বর
Published: 9th, November 2025 GMT
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত হলে দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে।
আজ রোববার বিকেলে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে ইসি জানিয়েছিল, ১৬ নভেম্বর এই অ্যাপের উদ্বোধন করা হবে। ইসি সচিব বলেন, ১৬ নভেম্বর রোববার। এদিন বিশ্বের বিভিন্ন দেশে সপ্তাহিক ছুটি থাকে। তা ছাড়া ভোটার তালিকা চূড়ান্ত করা হবে ১৮ নভেম্বর। এ দুটি বিষয় বিবেচনা করে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
এবার প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে ইসি। এ ছাড়া ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এ জন্য ভোটারদের আগে এই অ্যাপে গিয়ে নিবন্ধন করতে হবে। অ্যাপটি উদ্বোধন করার পর থেকেই প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে নিবন্ধনের দাবিতে নির্বাচন ভবনের সামনে কয়েক দিন ধরে অনশন করছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইনগতভাবে ইসির দিক থেকে যতটুকু বলা প্রয়োজন, তা ইসি চিঠির মাধ্যমে দলটিকে জানিয়েছে।
ইসি সচিব বলেন, এখন তারা (আমজনতা দল) চাইলে আপিল করতে পারে। তাদের যেসব ঘাটতি আছে, সেগুলো পূরণ করতে পারে। তাঁর অনুরোধ, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এবার অনশন শুরু করলেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা
দাবি পূরণ না হওয়ায় এবার অনশন কর্মসূচি শুরু করেছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। গতকাল বুধবার রাত ১১টায় ৫ জন আন্দোলনকারী রাজু ভাস্কর্যের সামনে অনশন শুরু করেন। গত ১৯ অক্টোবর থেকে একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাঁরা।
১৯ অক্টোবর থেকে বেশ কয়েকবার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন আন্দোলনকারীরা। প্রতিবারই শাহবাগে পুলিশি বাধার মুখে আটকে যেতে হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আবারও যমুনা অভিমুখে পদযাত্রা করলে শাহবাগে আটকে দেয় পুলিশ। তাঁরা সেখানেই রাস্তায় বসে পড়েন। পরে অনশনকারীরাও তাঁদের সঙ্গে যুক্ত হন।
অনশনকারীদের একজন ইব্রাহীম খলিল বলেন, ‘আমরা ১৯ দিন ধরে রাস্তায়। রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, কেউ আমাদের কথা ভাবে না। মারও খেয়েছি। আমাদের আর কিছু হারানোর নেই। আমরা মরে গেলেও সরকার আমাদের কথা ভাববে কি না, জানি না। আমরা অনশন চালিয়ে যাব।’
আরও পড়ুনকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বড় নিয়োগ, পদসংখ্যা ৯৯২৫ অক্টোবর ২০২৫প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পাঁচ দফা দাবি হলো প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতি দুই বছর পরপর বিশেষ নিয়োগের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা, বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতলেখক নীতিমালা সংশোধন করা, সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইল পদ্ধতিতে পাঠদানসংক্রান্ত সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারগুলোর শূন্য পদগুলো দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের জন্য সংরক্ষণ করে বিশেষ নিয়োগের ব্যবস্থা করা এবং সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনযোগ্য বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা।
আরও পড়ুনসোনালী-অগ্রণী-কৃষি-রূপালীসহ ১১ ব্যাংক নেবে সিনিয়র অফিসার, পদ ১০১৭০৮ অক্টোবর ২০২৫আরও পড়ুনকানাডায় পোস্টগ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট, যে ১০ ভুলে বাতিল হয় আবেদন ১২ ঘণ্টা আগে