৩০ কোটি রুপি বাজেটে ৩০০ কোটি আয়, কী আছে চমকে দেওয়া এই ছবিতে
Published: 9th, November 2025 GMT
চন্দ্রা কোনো সাধারণ নারী নন—এই ধারণাই যেন চলচ্চিত্রের শুরু থেকেই পরিষ্কার করে দেন পরিচালক। শহরের অন্ধকার এক গলিতে, যেখানে সাধারণত পেশিবহুল পুরুষদের আধিপত্য, সেখানে একা দাঁড়িয়ে চন্দ্রা। পার্কিং লটে দুর্ধর্ষ মারপিটে তিনি যেভাবে প্রতিপক্ষকে ধরাশায়ী করেন, সেটি শুধু দৃশ্যত নয়; ভাবনাতেও নতুন। আশপাশের পুরুষেরা—কেউ প্রতিবেশী, কেউ পথচারী—বিস্ময়ে শুধু বলতে পারে, ‘এই মেয়ে আলাদা।’
একনজরেসিনেমা: ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’
ধরন: সুপারহিরো, অ্যাকশন
পরিচালক: ডোমিনিক অরুণ
অভিনয়ে: কল্যাণী প্রিয়দর্শন, স্যান্ডি, নাসলেন
স্ট্রিমিং: জিও হটস্টার
দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৩০ মিনিট
বলছিলাম ‘লোকাহ চ্যাপ্টার ওয়ান: চন্দ্রা’র কথা। ২০২১ সালে ‘মিননাল মুরালি’ দিয়ে চমকে দিয়েছিলেন বাসিল জোসেফ। তবে সেই সুপারহিরো সিনেমার কেন্দ্রে ছিলেন পুরুষ চরিত্র (টোভিনো থমাস)। তবে এবার নারীকেন্দ্রিক সুপারহিরো সিনেমা বানিয়ে সব অর্থেই চমকে দিয়েছেন ডোমিনিক অরুণ। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের সিনেমা আয় করেছে ৩০০ কোটি রুপির বেশি! এটিই এখন সবচেয়ে বেশি আয় করা মালয়ালম সিনেমা। চলতি বছরের ব্যাপক আলোচিত সিনেমাটি এসেছে ওটিটিতে। বাংলাদেশের দর্শকেরাও কথা বলছেন দক্ষিণি সিনেমাটি নিয়ে।
সিনেমায় কাল্যাণী প্রিয়দর্শনের অভিনয় করেছেন চন্দ্রা চরিত্রে; যিনি একই সঙ্গে দেবী, আবার ধ্বংসের দূতও। কেউ তাঁকে পূজা করে, কেউ তাঁকে ভয় পায়। শহরের এক নোংরা অ্যাপার্টমেন্টে সদ্য উঠে আসা এই মালয়ালি নারীকে যতই সাধারণ ভেবে নেওয়া হোক, গল্প যত এগোয়, ততই স্পষ্ট হয়—চন্দ্রা এক রহস্যময় শক্তির ধারক।
অনেক সময় দেখা যায়, ‘সিনেম্যাটিক ইউনিভার্স’ তৈরি করতে গিয়ে ছবিগুলো কৃত্রিম লাগে। কিন্তু ‘লোকাহ’-এর জগৎ একেবারেই তা নয়। এটি কেবল সুপারহিরো সিনেমা নয়, বরং এক সমৃদ্ধ ইউনিভার্স তৈরির নমুনা। ছবিজুড়ে ‘লাল’ রং যেন চন্দ্রার স্বাক্ষর বয়ে বেড়ায়। কখনো তাঁর চুলে একটুকরো দাগ, কখনো জ্যাকেটের গাঢ় মেরুন, আবার কখনো অ্যাকশনের দৃশ্যে নিওন লাল ধোঁয়ার বিস্ফোরণ। এই রং শুধুই সাজসজ্জা নয়, বরং চন্দ্রার আত্মপরিচয়ের প্রতীক।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প রহ র
এছাড়াও পড়ুন:
রেকর্ড গড়বে শাহরুখের ‘কিং’?
বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির একঝলক। শাহরুখের লুক ও ধুন্ধুমার অ্যাকশনে বুঁদ হয়ে আছেন ভক্ত-অনুরাগীরা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার বাজেটের পরিমাণ শুনলে অনেকেরই চোখ ছানাবড়া হয়ে যাবে।
নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘কিং’ সিনেমার বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৮১ কোটি ৪৬ লাখ টাকা), যা প্রিন্ট, প্রচার ও অন্যান্য খরচ বাদ দিয়ে নির্ধারিত হয়েছে।
আরো পড়ুন:
আমি আজ যা কিছু, সবই নারীদের জন্য: শাহরুখ
দেখা না দিয়ে ক্ষমা চাইলেন শাহরুখ
সূত্রটি বলেন, “কিং’ শুরুতে ছিল একটি অ্যাকশন-থ্রিলার সিনেমা; যেখানে শাহরুখ খানের একটি এক্সটেন্ডেড ক্যামিও থাকার কথা ছিল। আর পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। তখন বাজেট ধরা হয়েছিল মাত্র ১৫০ কোটি রুপি। কিন্তু গল্পটি আরো বড় পরিসরে বলার সুযোগ ছিল। এরপর সিদ্ধার্থ আনন্দ যখন সিনেমাটির সঙ্গে যুক্ত হন, তখন শাহরুখের সঙ্গে আলোচনা করে সিনেমাটি বড় পরিসরে নির্মাণের সিদ্ধান্ত নেন।”
‘কিং’ সিনেমার বাজেটের বিষয়ে সূত্রটি বলেন, “নির্মাতা এমন অ্যাকশন দৃশ্য তৈরির পরিকল্পনা করেছেন, যা আগে ভারতীয় সিনেমায় দেখা যায়নি। শাহরুখ নিজেও প্রযোজক, দর্শকদের জন্য সেরা ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতেও পছন্দ করেন। তাই সিদ্ধার্থকে পুরো স্বাধীনতা দিয়েছেন শাহরুখ। ফলে সিনেমাটির বাজেট বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ কোটি রুপি।”
বিশ্বমানে নির্মিত হচ্ছে ‘কিং’। এ বিষয়ে সূত্রটি বলেন, “কিং’ বিশ্বমানের চলচ্চিত্র, যা ভারতে তৈরি হচ্ছে। পশ্চিমা দুনিয়ায় যে কাজ করতে মিলিয়ন ডলার ব্যয় হয়, সিদ্ধার্থ আনন্দ সেটি ভারতের মাটিতে প্রায় এক-পঞ্চমাংশ খরচে তৈরির চেষ্টা করছেন। সিনেমাটিতে ছয়টি দুর্দান্ত অ্যাকশন দৃশ্য থাকবে, যার মধ্যে তিনটি বাস্তব লোকেশনে এবং বাকি তিনটি সেটে শুট করা হবে।”
জানা যায়, ‘কিং’ সিনেমায় আরো অভিনয় করছেন—দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ প্রমুখ। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানার। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত সিনেমাটি ২০২৬ সালে মুক্তির কথা রয়েছে।
ঢাকা/শান্ত