গুয়াহাটিতে ৯টি ক্যাচ নিয়ে মার্করামের বিশ্ব রেকর্ড
Published: 26th, November 2025 GMT
গুয়াহাটি টেস্টে ব্যাট হাতে খুব বেশি ব্যস্ত সময় পার করতে পারেননি এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৮১ বল খেলে করেন ৩৮ এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ বলে ২৯। মার্করামের মাপের ব্যাটসম্যানের ক্ষেত্রে এটাকে ক্রিজে ব্যাট হাতে খুব বেশি ব্যস্ত সময় পার করা বলা যায় না।
কিন্তু ফিল্ডার হিসেবে এই টেস্টে বেশ ব্যস্ত সময়ই কাটছে তাঁর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের পতন হওয়া ১৭ উইকেটের মধ্যে ৯টি উইকেটেই আছে মার্করামের অবদান।
সেই অবদান ক্যাচ নিয়ে। অর্থাৎ গুয়াহাটি টেস্টে ভারতের দুই ইনিংস মিলিয়ে মার্করাম এ পর্যন্ত ৯টি ক্যাচ নিয়েছেন। টেস্টে এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার এটি বিশ্ব রেকর্ড। ২০১৫ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একাই ৮টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের আজিঙ্কা রাহানে। মার্করাম আজ রাহানেকে পেছনে ফেললেন।
ভারতের প্রথম ইনিংসে পাঁচটি ক্যাচ নেন মার্করাম। সবগুলোই স্লিপে দাঁড়িয়ে। ভারতের দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত চারটি ক্যাচ নিয়েছেন—এর মধ্যে তিনটি স্লিপে, অন্যটি গালিতে। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড অবশ্য তার আগেই গড়েন মার্করাম। নিজের সপ্তম ক্যাচটি নিয়েই এই রেকর্ড গড়েন তিনি।
গুয়াহাটি টেস্টে ফিল্ডিংয়ে বেশ ব্যস্ত সময় কাটছে মার্করামের.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম র কর ম র র কর ড
এছাড়াও পড়ুন:
ভেড়ামারায় মুখ পোড়া ব্যক্তির লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আগুনে মুখ পোড়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া এলাকার ধানের মাঠ থেকে মরদেহটি উদ্ধার হয়।
পুলিশ জানায়, মারা যাওয়া ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে গেছে সন্ত্রাসীরা। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স ৪০ বছরের বেশি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
বগুড়ায় গলা কাটা ২ শিশু ও তাদের মায়ের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার নিখোঁজ শ্রমিক দল নেতার মরদেহ ফরিদপুরে উদ্ধার
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “ধারণা করছি, হত্যার পর ওই ব্যক্তির মুখ আগুনে পুড়িয়ে বিকৃত করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ