‘প্রাথমিক শিক্ষার আসল সমস্যায় নজর দিতে হবে’
Published: 26th, November 2025 GMT
দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাঠপর্যায়ের বাস্তব সমস্যাগুলোকে সামনে এনে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেন, “অনেক গবেষণায় বিপুল টাকা খরচ হয়, কিন্তু তার সুফল মাঠপর্যায়ে পৌঁছায় না। এখন সময় এসেছে বাস্তব সমস্যাগুলো নিয়ে কার্যকর গবেষণার। গবেষণা বাড়লে সমাধানের পথও সামনে আসবে।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত ‘গবেষণা প্রতিবেদন উপস্থাপন বিষয়ক কর্মশালা’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “প্রাথমিক শিক্ষায় ঢুকে থাকা নানামুখী জটিলতা দূর করতে হলে বাস্তবতা-ভিত্তিক গবেষণাই সবচেয়ে জরুরি। গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে—তবে সেই গবেষণা যেন কার্যকর হয়, তা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিশিষ্ট শিক্ষাবিদ দিলরুবা কবির, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো.
কর্মশালার শেষে বিশিষ্ট শিক্ষাবিদ দিলরুবা কবির রচিত ‘পাঠ্যক্রমে সৃজনশীল কাজ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।
ঢাকা/এএএম/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন
রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে আগুন লেগেছে।
আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা তালহা বিন জসিম আজ প্রথম আলোকে বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।