চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন
Published: 26th, November 2025 GMT
চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলির এইচবি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগে, যা ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, কারখানাটি চয়তলা। নিচতলার গুদামে আগুন লাগে। দুটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করেছে। কেউ হতাহত হননি।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকার একটি পোশাক কারখানার গুদামে আগুন লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার ১৮ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। হাসপাতালের এ ব্লকের ৪র্থ তলায় আগুন এ আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিসের ইনসেপক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ছয় মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে যায়। বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে তা নিভে যায়।
আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় ডেন্টাল বিভাগের শ্রেণিকক্ষের সামনে সিঁড়ির করিডোরের সিলিংয়ে এ আগুন লাগে। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায় নি।